![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রাত কখনো শেষ হয় না এ যেন এক অন্তহীন রাত__
নির্ঘুম আমি জেগে থাকি একা প্রকৃতির নিয়মে যখন ভোর হয় তখনো আমাকে জড়িয়ে থাকে এই অন্তহীন রাতের নিকষ কালো আধার___
যখন সবাই রাত পোহালে নতুন এক আশা নিয়ে নতুন একটা দিন শুরুর উচ্ছাসে মাতোয়ারা আমি তখনো অমাবস্যার মতো কঠিন কালো কষ্টের জালে আপাদ মস্তক জড়িয়ে থাকি__
আমার এই কষ্টের রাত আর শেষ হবে না কোনোদিন তারপরেও হাড়িয়ে যাই হাজার মানুষের ভীরে___
অথচ এতো মানুষের ভীরেও কি ভীষণ নিঃসঙ্গ আমি অন্তহীন পথে হেটে চলেছি__
বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছারখার আর কতো পুড়বে আমি নিজেও জানি না__
তোমাকে হারানোর কষ্ট আমার ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিরামহীন তপ্ত লাভা উদ্গীরন করে চলেছে__
আর আমার ভেতরেই তা আটকে থাকছে কখনো কি বুঝবে কতখানি যন্ত্রণা আমার ভেতরে বুঝতে পারবে কি আমার অনুভুতির গভীরতা__
তিলে তিলে নিজেকে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলে বলেছিলে দোষ আমার আমি মেনে নিয়েছি__
কি হবে আমার ছেলেমানুষি অভিমান তোমার কাছে প্রকাশ করে তুমিতো বুঝবে না__
তারচেয়ে এই বরং ভাল আমি আমার অভিমান আর কষ্ট নিয়ে কাটিয়ে দিই অন্তহীন নির্ঘুম রাত একাকী__
তুমি সুখি হও আমি যে পরিমান কষ্ট পেয়েছি সৃষ্টিকর্তা যেন তারচেয়ে হাজার গুন বেশী সুখ দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করে দেন__
আমি কখনো কোন দাবী নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো না একদিন বিদায় নেব আমি নামক এই রক্ত মাংসের জড়পিণ্ডটা নিশ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে__
কেউ জানবে না কারো কোন ক্ষতি হবে না তুমিও জানবে না আর যদি জানতে পার তাহলে আমাকে শেষ বিদায় জানাতে এসোনা
ভালো থেকো তুমি__
©somewhere in net ltd.