নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

আমি মরে যাবো একাকীত্বে দহনে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭




পৃথিবীর সব মানুষেরই বেদনা আছে কিন্তু সবার বেদনার জায়গা এক নয়_ একেকজন এক কষ্টের আগুনে দগ্ধ হয়__
দিনটা তো দারুণই ছিলো তবু কেন এই সন্ধ্যাটা বড় বেশী নিঃসঙ্গ লাগছে_ মনে হয় এই বিশ্ব চরাচরে আমি একা আদতে সবাই একা কিন্তু কিছু জিনিস থাকে যাতে সে মনে করতে পারে সে একা নয় অনেকটা মরীচিকার মতো__
অস্থায়ী অবলম্বনকে বুকে চেপে বাঁচতে চায় তখন মনে হয় আমি তো একা নই এইতো বুকের গহীন কোণে ভালোবাসা__
সন্ধ্যার আলো দিগন্তে মিলিয়ে গেছে এখুনি রাত আসবে কালো আধার নিয়ে আবার আধারে অভ্যস্ত হতে না হতেই মাঝরাতে ক্ষয়ে যাওয়া বাঁকা চাঁদ উঠবে আকাশে যখন নতুন চাঁদ উঠে তখন সেটা আধেক থাকলেও মনে হয় নবযৌবনা কিন্তু পূর্ণিমার পূর্ণতার পর যখন একটু একটু করে ক্ষয়ে যায় তখন কেমন যেন ম্লান হয়ে যায় আলো থাকতেও কেমন যেন নিষ্প্রভ__
এতো কথা কেন বলছি। জানি না__
সারাদিন পর বিকেলে খেয়ে ঘুমালাম তখনও মন ভালো ছিলো ঘুম ভেঙ্গেই মনে হলো এই তিক্ত জীবন নিয়ে মানুষ বেঁচে থাকে কি করে সবার মাঝে থেকে একাকীত্ব বোধের যন্ত্রণা বয়ে বেড়াতে ক্লান্ত লাগে না__
আমার কেন জানি মনে হয় আমি মরে যাবো__
আমি মরে যাবো একাকীত্বে দহনে__
ভালোবাসা পাবার আকণ্ঠ তৃষ্ণায়__

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.