![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে আমি চিনেছি বহু গভীর ভাবে বাস্তবের মুখোমুখি হয়েছি বহুবার______
বহুবার জীবনকে হাঁপিয়ে নিয়েছি দুঃখ বেদনা আর কষ্টের মাঝে___
'জীবনের যোগফলে বারবার শুধু শূন্যই পেয়েছি___
'জীবনের অজশ্র ভূল আজও 'কাঁটার মত বিধে আছে হৃদয়ের চারদিকে__
ইচ্ছে করলেও পিছু ফেরার নেই পথ 'হয়তো এভাবে ভূলের মাশুল দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত __
আমার মাঝেও আছে অনেক আশা কিন্তু তা আজ শূন্যতার বালুচরে ঢাকা_____
আকাশের সূর্যটা প্রতি ভোরেই পৃথিবীটাকে আলোকিত করে__
দূর করে দেয় সকল আধার আর মৌনতা 'আমার হৃদয়ের ঘরটা চিরদিন আধারে ঘেরা___
যেখানে ওঠেনা সূর্য কাটেনা মৌনতা তবুও আজ কাটাই জীবনের প্রতিটি প্রহর__
সেই সপ্নময় সোনালী প্রভাতের অপেক্ষায় 'আসে যদি কখনো সেই শুভ সময়__
©somewhere in net ltd.