নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

জীবনের অজশ্র ভূল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০





জীবনকে আমি চিনেছি বহু গভীর ভাবে বাস্তবের মুখোমুখি হয়েছি বহুবার______
বহুবার জীবনকে হাঁপিয়ে নিয়েছি দুঃখ বেদনা আর কষ্টের মাঝে___
'জীবনের যোগফলে বারবার শুধু শূন্যই পেয়েছি___
'জীবনের অজশ্র ভূল আজও 'কাঁটার মত বিধে আছে হৃদয়ের চারদিকে__
ইচ্ছে করলেও পিছু ফেরার নেই পথ 'হয়তো এভাবে ভূলের মাশুল দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত __
আমার মাঝেও আছে অনেক আশা কিন্তু তা আজ শূন্যতার বালুচরে ঢাকা_____
আকাশের সূর্যটা প্রতি ভোরেই পৃথিবীটাকে আলোকিত করে__
দূর করে দেয় সকল আধার আর মৌনতা 'আমার হৃদয়ের ঘরটা চিরদিন আধারে ঘেরা___
যেখানে ওঠেনা সূর্য কাটেনা মৌনতা তবুও আজ কাটাই জীবনের প্রতিটি প্রহর__
সেই সপ্নময় সোনালী প্রভাতের অপেক্ষায় 'আসে যদি কখনো সেই শুভ সময়__

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.