নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

প্রিয়জনদের বিদায় দিতে দিতে আজ চলার পথ বড্ড ক্লান্ত

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬




হারিয়ে যাওয়া কিছু মানুষ যাদের স্মৃতি প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ক্যান্সারের মত কুড়ে খাচ্ছে____
প্রিয়জনদের বিদায় দিতে দিতে আজ চলার পথ বড্ড ক্লান্ত_____
১টা সময় মৃত্যু জিনিসটা খুব ভয়ংকর ব্যাপার ছিল____
কিন্তু এখন তা রুটিনের মত রেগুলার হয়ে গেছে আগের মত আর কষ্ট হয় না___
অতিশোকে সত্যি মানুষ পাথর হয়ে যায়____
পাথরে যেমন ফুল ফোটানো যায় না তেমনি শোকাতর মানুষগুলোকে হাজার চেষ্টায় ও মোটিভেট করা যায়না____
প্রিয়জন হারানোর বেদনা যদি লেখায় প্রকাশ করা যেত তাহলে অনেক আগেই গ্রিনিস বুকসে নাম উঠাতে পারতাম____
নিষ্ঠুর নিয়তি জটিল খেলা খেলে যার কাছে হার না মেনে কোন উপায় থাকেনা__
জগতের ভালো মানুষগুলো খুব অল্পসময়ের জন্য পৃথিবীতে এসে সবার মধ্যমণি হয়ে উঠে সময়ের প্রক্ষিতে আবার চলে যায় দুর থেকে বহুদুর
যারা কখনো ফিরবার নয়_____
টিকে থাকতে হয় তাদের দেওয়া অমলিন স্মৃতিগুলো নিয়ে___

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.