নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার কাছে সত্যিকারের খাঁটি ভালোবাসাও অনেক সময় হার মানতে বাধ্য

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯




আমার প্রতি রাতের প্রায় অর্ধেকটা সময় ছাঁদের ভাঙ্গা বেঞ্চে বসে কাটিয়ে দেই_______
সঙ্গে থাকে একটা লাইটার আর একটি নিকোটিনের প্যাকেট______
হতাশায় শেষমেষ নিকোটিনকেই আপন করে নিয়েছে আমাকে_____
নিজের অব্যক্ত কষ্টগুলো কিছুক্ষণের জন্য হলেও ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে মরিয়া___
একরাশ হতাশার ধোঁযা ছেড়ে সদ্য বিয়োগিত তোমার কথা ভেবে আমার বিষাক্ত মনটা জানতে চায় সেকি আমার মত রাত জাগে_____
নাকি সদ্য সখার বুকে মুখ লুকিয়ে তন্দ্রামগ্ন______
ধৌঁয়া কুন্ডলি পাকিয়ে কুয়াশার সাথে মিশে অন্ধকার জগতে হারিয়ে যায় মনের কৌতুহল মনেই থেকে যায়____
অন্যদিকে হয়তো একটা মেয়ের প্রতিটা রাত কাটে যাচ্ছেতাই সদ্য স্বামী যখন ক্লান্ত শরীর এলিয়ে ঘুমায় সে তখন ফ্যাল ফ্যাল করে সিলিং ফ্যানটার দিকে চেয়ে থাকে____
স্বামীর ভালোবাসার জড়ানো হাতটা আস্তে করে সরিয়ে নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়ায়____
সে বারান্দায় গ্রীল ধরে ভাবে সে আমারতো নাকি মোনে অন্য প্রেয়সীর পানে রাতের প্রহর সাজাচ্ছে_____
পরক্ষণে মেয়েটির ঘোর কেটে যায় টুপ্ করে চোখের জল গড়িয়ে পড়ে__
কোমড়ে গোছানো আঁচলটা টেনে চোখ মুছতে মুছতে নিঃশব্দে রুমের দিকে চলে যায় সে______
এই নিষ্পাপ ভালোবাসাতে বাস্তবতাই কাল হয়ে দাঁড়িয়েছিল____
বাস্তবতার কাছে সত্যিকারের খাঁটি ভালোবাসাও অনেক সময় হার মানতে বাধ্য_____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.