![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মুঠো স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে পারি দিচ্ছি জীবন__
হাতের মুঠো গলিয়ে ফোটায় ফোটায় স্বপ্ন পরে আমার পথের চিহ্ন রেখে যাচ্ছে____
আর পথের শেষে হাতের মুঠো খুলে দেখব কি স্বপ্নগুলো জীবনের পথে বিলীন হয়ে গেছে_____
নির্মমতার রঙ্গমঞ্চের এ দুনিয়ায় কষ্ট আর হতাশায় জর্জরিত___
হৃদয় একসময় ছুটি চায় পাড়ি দিতে চায় ঐ অজানায়___
কিন্তু না আমি পারিনা বাস্তবতা নামক নিষ্ঠুর মায়ার বেড়াজালে আটকে পরি____
বেঁচে থাকে নিঃশ্বাস চলে তবে হৃদয়টার সেদিন ঠিক পচন ধরে যে হৃদয় একশত কোটি বছর হাঁটতে চেয়েছিলো____
প্রেয়সীর হাতটি ধরে এক মুঠো সুখে সে হৃদয় আজ আর সুখের
আশা করেনা দেখেনা স্বপ্নীল স্বপ্নের ছোঁয়া____
লক্ষ কোটি অজস্র বালুকণার ন্যায় কষ্টগুলোকেও দীর্ঘশ্বাসে চাপা দিয়ে দিব্যি ঘুরে ফিরে আত্মার সাথে বেঈমানী করে____
একচিলতে হাসিটুকুই তখন বাহ্যিকতা হয়ে দাড়ায়_____
পৃথিবী তুমি কি নিষ্ঠুর তিলে তিলে গড়ে তোলা সাজানো স্বপ্ন একসময় কেবলই বিষাদ___
নেই কোনো ছুটি নেইকো অবসাদ
হেরেও হারেনা হৃদয় অনুভূতিহীন হৃদয়ে একফোটা আলো পুনরায় নিয়ে আসে সুখের বন্যা মুছে সব কালো___
কতো শত কান্না পথিক আবার স্বপ্ন বোনে স্মৃতির প্রহর গোনে___
হাজার অপ্রাপ্তির মাঝে একটু খানি প্রাপ্তি বয়ে আনে এক মুঠো সুখ___
হে মানবী তুমি সত্যি অদ্ভূত
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।