![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কি পুরনো পথে একা হেঁটেছো__
যেখানে প্রিয় মানুষটার স্মৃতি রয়েছে___
প্রত্যেক মানুষের জীবনেই এমন একটা নাম থাকে যেটা পারে হঠাৎই হৃৎস্পন্দনের গতি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে___
এমন একটা কন্ঠ থাকে যা কিনা কয়েকবছর পরে শুনলেও শিহরন জাগিয়ে তুলতে পারে____
এমন একটা মুখ থাকে যা কিনা হঠাৎ দেখায় শত রাগ অভিমান নিয়েও তার দিকে চেয়ে থাকতে বাধ্য করতে পারে___
কেউ হয়ত মানুষটাকে পায় আর কেউ হয়ত কিছু স্মৃতি ভাললাগা ভালবাসা নিয়ে বেঁচে থাকে___
হঠাৎ বয়ে যাওয়া বাতাসে চোখ বুজে একটি লম্বা নিঃশ্বাসের সাথে একটুকরো মুচকি হেসে মানুষটাকে মনে করে পরমুহূর্তে আবার তালমিলিয়ে চলে জীবন সংসারের সাথে____
জীবন থেমে থাকেনা ঠিকই তবু মনটা হয়তো প্রায়ই থমকে যায়___
মানুষটা না থেকেও থাকে মন খারাপের কোন এক বিকেলে আনমনে বসে ভাবা ভাবনাগুলোতে____
তবু মানুষটার অস্তিত্ব থাকে স্মৃতিচারনের মূহূর্তগুলোতে____
©somewhere in net ltd.