নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

কিছু স্মৃতি

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩



কখনো কি পুরনো পথে একা হেঁটেছো__
যেখানে প্রিয় মানুষটার স্মৃতি রয়েছে___
প্রত্যেক মানুষের জীবনেই এমন একটা নাম থাকে যেটা পারে হঠাৎই হৃৎস্পন্দনের গতি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে___
এমন একটা কন্ঠ থাকে যা কিনা কয়েকবছর পরে শুনলেও শিহরন জাগিয়ে তুলতে পারে____
এমন একটা মুখ থাকে যা কিনা হঠাৎ দেখায় শত রাগ অভিমান নিয়েও তার দিকে চেয়ে থাকতে বাধ্য করতে পারে___
কেউ হয়ত মানুষটাকে পায় আর কেউ হয়ত কিছু স্মৃতি ভাললাগা ভালবাসা নিয়ে বেঁচে থাকে___
হঠাৎ বয়ে যাওয়া বাতাসে চোখ বুজে একটি লম্বা নিঃশ্বাসের সাথে একটুকরো মুচকি হেসে মানুষটাকে মনে করে পরমুহূর্তে আবার তালমিলিয়ে চলে জীবন সংসারের সাথে____
জীবন থেমে থাকেনা ঠিকই তবু মনটা হয়তো প্রায়ই থমকে যায়___
মানুষটা না থেকেও থাকে মন খারাপের কোন এক বিকেলে আনমনে বসে ভাবা ভাবনাগুলোতে____
তবু মানুষটার অস্তিত্ব থাকে স্মৃতিচারনের মূহূর্তগুলোতে____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.