![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই সহর এ থাকি যার পাঁজর ভাঙা অভিমান ল্যাম্পপোস্টের ভবঘুরে আমি যাযাবর____
অদ্ভুত আমি আজ নীল অরণ্য রাতে আমি আবার হেটে চলি তেপান্তরের মাঠ পেরিয়ে___
আমার চারপাশে খেলা করে জোনাকির আলো আর আধার____
মাঝেমাঝে আমি আমার প্রতিচ্ছবি দেখি আনমনে গগনে তাকিয়ে___
আমি বেদনার চোরাবালিতে ক্ষণেক্ষণে যাচ্ছি তলিয়ে___
ভাবছি বসে আমাকেও কী আজ নিরন্তর ভাবছে সে ____
কৃষ্ণচূড়ার প্রাণে তাকিয়ে যদি কোনোদিন আমায় মনে পড়ে যায় এই বোকা মানুষটার কথা____
ঘুম পাড়ানির গান না শুনেও যদি কোনোদিন তোমার ঘুম চলে আসে তবে ভেবে নিও আমি গাইছি গান ‘নতুন দিনের মিছিলে___
আমার ‘অর্থহীন’ কিংবা আমার ‘অন্যশ্বনে____
স্বপ্নগুলো তোমার মতো ছিল শুধু আমার আমি স্বপ্ন ডানা করে হারিয়ে গেছি অথৈজলের সেই শেষ গানে অথবা আমার শেষ গল্পে____
যদি তুমি কোনোদিন জানতে পারো তোমার দেওয়া ক্যান্সার আমার পাকস্থালীর কতটা নিপীড়নে অত্যাচারে কতটা হাহাকারে হয়েছি আমি__
নিকৃষ্ট সেদিন যেন তোমার চোখ দিয়ে কোনো ‘কান্নার রং’ বেয়ে না পড়ে গল্প শেষে সেদিন তুমি ঘুমিয়ে যেও জানালাতে মাথা রেখে___
মাঝেমাঝে জানতে ইচ্ছে করে আমার পুরনো দিনের কি ছিল সেই হিসেবে ভুল আমার অস্থিরতা আমার ক্লান্তিকর কিংবা ত্রিমাতৃক জীবন নামক বস্তু নিয়ে নীল পাহাড়ের চূড়ায় আজ আমি হাঁটছি ‘নির্বোধ ছেলেটি___
হাতে একুস্টিক গীটার আর উড়ুউড়ু মন আমিতো সেই ‘ফিটাসের কান্না যার আর্তনাদে হলাম নিরুদ্দেশে____
কল্পনায় আজ আমি রুপকের গান গাই নীল সাগর আর নীল আকাশের নীচে মৃত্যুর শেষ সাত দিন আগে আমার অসমাপ্ত কথাগুলো চিৎকার করে বলতে চাই ‘আমজনতার কাছে আমার এই অন্ধ ভুবনে আলো দিয়েছে যে তার কাছে আমি বড়ই কৃতজ্ঞ___
তাই আমার যেন মৃত্যু হয় ঠিক ‘সূর্য’ উঠার আগে_____
©somewhere in net ltd.