নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

কিছু লুকানো অভিমান

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩




মাঝেমাঝে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি গোটা শহর আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমি একেবারে একা হয়ে যাই______
ভীষণ একা আর অসহায় চারদিকে কেবলই হতাশা আমি কিছুই বুঝিনা__ বিশ্বাসের মুখগুলো অবিশ্বাসের লাল রঙের আকার হয়ে আবিভূত হয়
যেখানে আমি অন্ধকারের ভেতর কেবলই অন্ধাকার দেখি____
আমি কেঁদে উঠি চিৎকার করে কাঁদি প্রিয় মুখ ব্যস্ত হয়ে উঠে কোথাও এতটুকু ভরসা হাত খোঁজে পাই না__
আমি সবুজবাতির নিকট ফিরে যাই____
সেই আমার দিকে হাস্যকর মুখে অট্রহাসিতে বেজে উঠে আমি আবার কেঁদে উঠি___
আমি কাঁদতে কাঁদতে নিরব হয়ে যাই আমি আবার হারিয়ে যাই___
ঠিকানাহীন সোডিয়ামহীন পথে আমার প্রিয়রা স্বপ্নের খোঁজে ফিরে যায় আমি তোমার হাতটা ছুঁয়ে ফিরে যাই___
আমি হতাশার ভীড়ে কাগজ ছিঁড়তে ছিঁড়তে নিজেকে কারাগারে বন্ধি করি তুমি আমাকে চেয়ে নিরবে চোখের জল লুকাও___
শোনো আমি কাঁদছি___
চিৎকার করে কাঁদছি তোমার মুখ দেখে আমি জীবনের শেষ অন্তিম গুনছি যেখানে থমকে গেছে আকাশ আমার___
আর প্রতিনিয়ত স্মৃতির সাথে আমি খেলছি যেখানে দিন কি রাত আমি বুঝি না__
আমি শুধু কেঁদে উঠি আর নিজেকে লুকিয়ে রেখেছি তোমার অদেখা এক গ্রহের____
তোমার কঠিন জীবনের থেকে দূরে অনেক দূরে সেই গ্রহ কেবল বরফের ঘলা জলে আমি নিজেকে আকিঁ___
জলরঙ্গে একেঁ বুঁকে নিজেকে ছন্নছাড়া করে ফেলি যেন একরাশ হতাশার সুর তোমার কাছে এসে ধরা না পড়ে__
আমি যেন বিব্রত হয়ে পড়ি আমার দু'চোখ যেন আবোল তাবোল ক্ষণে এসে না পড়ে__
আমি এভাবে ক্ষণে ক্ষণে বদলে যাই কোনো চত্বরে এসে থেমে না যায় আমি শিশুর মতো হেসে উঠি আবার মাতাল হয়ে পড়ি__
বলি শোন কিছুই হয়নি সব ঠিকঠাক আছে শুধু বেড়ে গেছে কিছু লুকানো অভিমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.