![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি হৃদয়ের ডাকবাক্সে কোন স্মৃতির অপমৃত্যু ঘটে তাহলে সেই প্রিয়
মুখখানা কেমন জানি বিবর্ন হয়ে যায়___
জীবন মানে একটু আলাদা ঘোরগ্রস্ত হয়ে মেঘলা আকাশ দেখা___
পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটার স্বপ্নের অপমৃত্যু দেখা_______
সিগারেটের ধোঁয়া হাওয়া হয় সেখানের অন্ধকারটা একটু বেশি___
তোমার ছায়ারা ঘুরেফিরে তোমার স্মৃতির মত____
এখানে আকাশ মেঘলা তাই সুযোগের সুন্দর ব্যবহার___
কলকির শেষ টানটা দিয়েই দিলাম____
এখনো আকাশ দেখে যাই কি যেন ভেবে____
©somewhere in net ltd.