![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার স্মৃতির পাতায় লিখে রাখা লাইন গুলি____
অনেক আগেই হাড়িয়ে ফেলেছে কালির গন্ধ____
কালচিটে পরে যাওয়া সেই পাতাগুলি খুললেই জীবন্ত হয় অতিত____
বড়ই অদ্ভূত এই কলাম গুলি____
প্রতিরাতের অন্ধকারে মিশে আছে কিছু ভয়ানক আত্নচিৎকার_______
মায়াবী চোখের কাজল কালো জল যা চার দেওয়ালের মাঝেই আটকে যায়___
ভোরের আলো হবার আগেই থেমে যায় সেই কান্না___
ঝরে পরে যাই ফুলের মত নিষ্পাপ একটা জীবন____
©somewhere in net ltd.