নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

ওরা ঘুমায় না

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৯




ল্যাম্পপোস্ট গুলো এমনই তালগাছ এর মতো এক পায়ে দাঁড়িয়ে থাকে__ ওরা ঘুমায় না কারন ওদের আলোয় আলোকিত হয় নগরী গুলো___
ওরা ঘুমায় না ওরা ঘুমালে রাত প্রহরী দের পাহারা দিবে কে___
ওরা ঘুমায় না কারন ওদের আলো ছাড়া রুক্ষ চুলের মতো রাস্তা গুলো বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন হয়ে পরে___
ল্যাম্পপোস্ট গুলো যখন থমকে যায় তখন তাদের ঠিক করার মতোও কেউ থাকেনা কিংবা কেউ থাকলেও থমকে যাওয়া ল্যাম্পপোস্ট গুলো ঠিক করার জন্য মাথা ঘামায় না____
তবুও তারা দাঁড়িয়ে থাকে ঐ যে সেই তালগাছের মতো দিনের আলোতেও ল্যাম্পপোস্ট গুলো থাকে দাঁড়িয়ে তবুও একটু ক্লান্তি থাকেনা তাদের অঙ্গে কারন তারা যে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকাই তাদের ধর্ম ____
তারা ঘুমালে যে ঘুমিয়ে যাবে পুরো পৃথিবী থমকে যাবে যে রাতের যাত্রীদের বিশাল এক যাত্রা___
ল্যাম্পপোস্ট এর মতই জেগে থাকে হাজারও জীবিত আত্মারা আবার এই নির্ঘুম ল্যাম্পপোস্ট এর আলোতেই হেঁটে চলে কয়েক'শ নির্ঘুম জীবিত আত্মা___
ল্যাম্পপোস্ট আর জীবিত আত্মার মধ্যে মিল কি জানেন ওরা ঘুমায় না ওরা অন্যের জীবনকে আলোকিত করতে গিয়ে নিজের জীবনকে নিঃশেষ করতে ব্যস্ত হ্যা ওরা ব্যস্ত খুব ব্যস্ত___
কারন ওরা ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ গুলোকে আলোকিত করতে ব্যস্ত__

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.