![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরীহ রাত্রি জাগ্রত আমি নিস্তব্ধ শূণ্যতা____
তোমায় স্পর্শ করতে চায় আমার অস্পর্শ অনুভূতি____
নিশ্চুপ রাত্রিতে আমি বইয়ে বেড়াই হাজারও অজানা কষ্ট আর হতাশার আক্রমণ সয়ে যাই হাজারও যন্ত্রণা____
ভুলে যাই নিজ স্বত্তা তুমি আসলে এখন শুধু আমার দু:খ প্রকাশের মাধ্যম ছাড়া আর কিছুই না_____
তবু সারাদিনের খাটুনি শেষে নিস্তেজ দেহে ওই দু:খটাই যে আমার সম্বল__
যেদিন তোমায় প্রথম দেখেছি তার কয়েক মিনিট পরেই ভবিষ্যথটা বুঝতে পেরেছিলাম___
তবু আজও তোমায় বাচিয়ে রেখেছি আমার কল্পনায় অনুভূতিতে শয়ণে স্বপণে_____
©somewhere in net ltd.