![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছেগুলো সমান্তরাল রেললাইনে লাইনচ্যুত_
তবু ও আশপাশের ইচ্ছে গুলো প্লাটফর্মে শেষ ট্রেনের অপেক্ষায় _ স্বাভাবিক স্বপ্নরা জেগে ওঠে স্থূল কোণের বাঁকে _
দূরে শ্মশানের আঁধপোড়া মৃতদেহের শরীরে _
পথিক ছায়ারা কখনো দীর্ঘ কখনো ছোট থেকে অতি ছোট _
ছায়াপথ অন্ধকারে নীজেকে খুঁজি স্মৃতির ঝাপসা কাঁচে _
অক্টোপাসের মতন যন্ত্রণা প্রকোষ্ঠের অলিন্দে গলাটিপে শ্বাস রোধ করে_
এক অজস্র হয়ে _
আঙুল ছোঁয়া ভোরের শিশিরে _
নিউরোনের মধ্যে লুকিয়ে থাকা প্রেতাত্মারা বিষাক্ত রাসায়নিক_
মহামারীতে ছড়িয়ে যায় ঐকিক জীবনে শূন্য হাতে একরাশ ঘৃণা আর হতাশা কাউকে পারিনি বাঁচাতে_
অপমৃত্যুর হাতে হাত রেখেছি বারবার _
মৌনতার সুতোয় বাঁধা স্বপ্নের লাশে _
প্রথম প্রচ্ছদের উপন্যাসের উপাদানে _____
অনেক কিছু কল্পনায় এঁকেছি কি নেই সেখানে_
যোগ করে বিয়োগের সাথে আপোষ করেছি_
গুন করে ভাগ হয়ে গেছি ভাজ্য আর বিভাজ্যে_
রাগ অভিমান অনুরাগ অনুরোধ হারিয়ে গেছে বেঁচে থাকার কঠিন অধিকারে___
জানি এখনো বেঁচে আছি এটাই বা কম কিসের__
©somewhere in net ltd.