নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

আমি শুন্যতা আর আর্তনাদ গুলোকে দূরে কোথাও মুক্তি দিতে চাই

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯






অভিমানের কিছুটা সময় কাটে আড়াই দেয়াল আর জানালার গ্রীলের কাছে____
হাতলওয়ালা ভাঙা চেয়ার আর অযাচিত আসবাব মাঝে মাঝে জোছনা উকি দিলেও দুই এক ফোটা_______
আসে হয়তো কিন্তু তা উপহাস করে যায় বিশ্রি ভাবে আমার সহ্য হয়না__ আমি নিরবতা আর অশ্রুঝরা সময়গুলোকে কারো সাথে বাঁটতে চাই__
আমার সহ্য হয়না আমি শুন্যতা আর আর্তনাদ গুলোকে দূরে কোথাও মুক্তি দিতে চাই_____
মাঝে মাঝে অন্ধকারের ভীড়ে হাসির তান্ডব শুনি যেন পেছনের ভুলগুলো অভিযোগের আঙুল তুলছে_______
আমার অসহ্য লাগে আমি বাতাসের কাছে হাত পাতি যেন তাঁর নির্গত কার্বনডাইঅক্সাইড আমাকে ছুঁয়ে যায়_______
বাতাস বিদ্রুপ হেসে গতি পালটায় আর আমি নিশ্চুপ বসে থাকি অসহায়_
হয়তো কোন জানালার গ্রিলে তার নিশ্বাসের ছাপ লাগছে হয়তো কোনো_ জোছনা রাতে তার অভিমান গুলো মনের কাঁথায় শুন্যতার ফোঁড় কাটছে কিন্তু এই আড়াই দেয়ালের মাঝে আমি আছি বেঁচে_____
আঙুলের ফাঁকে চারমিনার ঘরকুয়াশায় কিভাবে আমার অভিমানি মন আছে তা কি সে জানছে____
সময় চলে যায় তার গতীতে কিন্তু রেখে যায় কিছু অসমাপ্ত আত্মকথা__
যায় সমাপ্তি হয়তো কোনোদিনো হয় না মাঝপথে এসেই ফুলস্টপ পরে যায়___
কিন্তু সেই থেমে যাওয়ার আগের কাহিনীটুকু বয়ে বেড়াতে হয় সারা জীবন___

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.