![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধারে নয় আলোতে ভয়___
দৃশ্যগুলো শব্দময়____
শূণ্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়___
আজকাল খুব কান্না পায়___
গোপনে চোখের জল মুছতে পারাটা আমার অভ্যেস হয়ে গেছে___
কষ্টগুলো সবসময় মেনে নেয়া যায় না___
নিজের অসহায়ত্ব সবসময় মানা যায় না___
সান্ত্বনা কখনো কখনো বোঝার মতো মনে হয়___
বাড়ির আয়নাগুলোকে শত্রু ভাবতে শিখেছি___
দুর্যোগ মোকাবিলা করতে করতে বড় ক্লান্ত আমি___
স্বাভাবিক জীবন আর ভালো থাকাটা কেমন দুর্বোধ্য লাগে___
হায় সৃষ্টিকর্তা সব মেনে নিতে পারি বলেই কী এত রহস্য তোমার আমার সাথে___
অভিনয়টা দীর্ঘ হলে ক্লান্তি লাগে__
কঠিন যুদ্ধও করা যায় কিন্তু দীর্ঘদিন ধরে একসাথে অনেকগুলো যুদ্ধ করাটা কষ্টকর____
©somewhere in net ltd.