![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের সমাপ্তির মতন অপেক্ষারও শেষ অাসে____
মনমরা নির্বাক কান্না ঘুরে বেড়ায় কেবল বাতাসে____
বড়ো সহজাত সে কান্নার সুর বোঝে না সবাই___
সে বেদনা জগতের সব সুখী মানুষের চোখ এড়ায়___
নীরবে নিভৃতে কেঁদে চলে সে অব্যক্ত হাহাকার__
নিঃশব্দ চিৎকার শুধু ভেসে অাসে___
মানুষের হৃদয় গহীনে অপ্রাপ্তির একটা নিবুনিবু আগুন সারাজীবন-ই পোড়ায়____
শত সহস্র বর্ষার জল যেন তা স্পর্শ করেনা___
এ অপ্রাপ্তির দহন সমাপ্তি হয় তখন যখন নিয়তির নিয়মে হারানোর তালিকায় ভিড় জমিয়ে সে মানুষটা হারিয়ে যায়___
©somewhere in net ltd.