নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া সময়গুলো বড্ড অদ্ভুত

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০০





একটা সময় হৃদয়ের প্রতিটা দেয়ালে ছিল তুমিময় ঘোর____
তোমায় নিয়েই সাজানো ছিল আমার হৃদয়ের মস্ত শহরের প্রতিটি প্রহর___
তুমিহিনা ঝড়ে তছনছ আমার শহরে নিভে গেছে সব তারা_____
হারিয়ে যাওয়া সময়গুলো বড্ড অদ্ভুত চোখটা লাল হয় কিন্তু অশ্রু ঝরে না অশ্রুগুলো শুঁকিয়ে গেছে____
অন্তরের হাহাকার ঢিবঢিব করতে থাকে হৃদপিন্ড_____
চোরাবালির বাঁধনে আটকা পড়ে নিষ্ঠুর সময়গুলো_______
একটুকরো মহাকাব্য এক পরাজয়ের মহাকাব্য না ঘুমিয়ে থাকা চোখগুলির নিচে কালি পড়ে যাওয়া আর নিকোটিনের স্পর্শে কালো হয়ে যাওয়া ঠোটের দীর্ঘশ্বাস_____
রাতগুলো বাড়ে আর খুন হতে থাকে স্বপ্নগুলি হাজার হাজার বেওয়ারিশ স্বপ্ন যার কোন শেষ নেই______
জীবনে একটা সময় স্বপ্ন ভাঙার তীব্র যন্ত্রনার প্রতিকুলে গিয়ে হলেও আমরা বেঁচে থাকি____
কারণ জীবন যা কেড়ে নেয় তার শুণ্যতা বুকে নিয়ে তিলে তিলে বেঁচে থাকার শক্তিটা ও কেমন যেন ক্রমান্বয়ে আমরা জীবন থেকেই অর্জন করে ফেলি____

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.