![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তোবা স্মৃতির প্রাচীর ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিন্তু আমার অব্যক্ত অনুভূতি গুলো কোনদিনও আর ব্যক্ত হওয়ার নয়____
আমার সব অনুভূতি অব্যক্ত থাকতে থাকতে আজ আমি অনুভূতিহীন হয়ে পড়েছি আজ আমার অনুভূতি গুলো শূন্যের কোঠায়____
ইদানীং যতই রাত গভীর হচ্ছে চোখের পাতা গুলো ততই অঙ্কুরিত হচ্ছে__
অথচ এই পাতা একদিন স্বপ্নে পরিপূর্ণ ছিল___
অনাবিল উচ্ছ্বাস নিয়ে সমস্ত স্বপ্নের চাঁদরে জড়ানো ছিল___
তোমাকে না বলা আমার অব্যক্ত শব্দগুলো শব্দের তরঙ্গ হয়ে নিথর দেয়ালে আঘাত হেনে হয়তো প্রতিধ্বনির হাহাকার তুলবে___
একসময় অতৃপ্তি বুকে নিয়ে বাষ্প হয়ে মিলিয়েও যাবে___
হ্যাঁ যে কথা অব্যক্ত ছিল___
কালো মেঘের ধোয়ার সাথে সেদিন দুঃসম্পর্কের বাতাসের কথা হচ্ছিল
কথা হচ্ছিল আকাশের সাথে অনশন রত কাফনের কাপড়ে জড়ানো মেঘেদের___
অস্থির অমানিশায় অঙ্কুরিত চোখের পাতায় কিছু নীল নিহত হয়ে লাশ হয়ে ছিল___
নৈশব্দের ময়না তদন্তে কিছু অজ্ঞাত স্মৃতি ফাঁস হয়ে গিয়েছিল___
অতঃপর হয়তোবা শূন্যতার নির্ঘুম আমৃত্যু কারাদণ্ড বয়ে বেড়াতে হবে___
হয়তোবা আমি অনুভূতিহীন হয়ে পড়েছি তোমার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার পর___
তাই আমি চেয়েছিলাম একটি মায়াহীন জীবন কিংবা অনুভূতিহীন মৃত্যু__
স্মৃতির দাবী নিয়ে আসিনি বলতে এসেছি আমি শুধু বাংলা বর্ণমালার প্রথম অক্ষরটা মুছে দিতে চাই___
তাহলেই তো আমার অসুখ’ টা ‘সুখ’ হয়ে যাবে___
©somewhere in net ltd.