নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সর্ম্পকে বিবরন দেওয়ার মত তেমন কিছু নেই।শুধু এটুকু বলতে পারি একজন ভাল মনের অধিকারী হিসেবে নিজেকে মনে করি এবং সেটা আজীবন থাকতে চাই>লেখালিখি কারো কাছে নেশা, আর কারো কাছে হয়তোবা পেশা।আর আমি লিখি নিতান্তই শখের বশে, শুধুমাত্র আমার জন্যে।কারণ,এই শব্দর

অশ্রু সিক্ত তোমার স্মৃতি

অশ্রু সিক্ত তোমার স্মৃতি › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষমান যাত্রী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯




কিছু অসহ্য যন্ত্রণায় কাতর শেষ হয় না অপেক্ষার প্রহর সত্য স্বপ্নগুলো মিথ্যে হয়ে যায় স্বপ্নেরা দিন দিন রুপ বদলায়_____
লেখার মতো কিছুই নেই প্রকাশ করার মতো কোন ভাষাও নেই আছে শুধু একরাশ দায়িত্ববোধ____
ওটাকে আঁকরে ধরেই আমাদের এগিয়ে চলা আমার মতো নির্বোধদের জন্য লেখালেখিটা খুবই বেমানান_____
তারপরেও লিখছি তারপরেও বলছি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে কিছু স্বপ্ন নিয়ে অনেক বড় হওয়ার স্বপ্ন____
সবগুলো স্বপ্নই অনেক সুন্দর প্রত্যেকেই চায় তার নিজের সপ্নকে বাস্তবায়ন করতে কেউ পারে আবার কেউ পারে না___
যারা পারে তাদের কে আমরা বলি ট্যালেন্টেড জিনিয়াস যারা পারে না তাদের কে বলি নির্বোধ___
যাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নি তাদের স্বপ্নটা কি সঠিক ছিল না___
হঠাৎ পরিচয় নাম না জানা অপরিচিত কাউকে খুব আপন ভেবে নেয়া___ মনে হয় যেন সেই পুরনো দিনের পরিচিত কেউ মুঠোফোনে ক্ষুদে বার্তার আশায় অথবা ফেবুতে কোন কিছুর অপেক্ষায় রাত জেগে থাকা__ কাকডাকা ভোঁরে ঘুম থেকে উঠে একসঙ্গে বাসস্ট্যান্ড বাসের অপেক্ষায় গন্তব্যে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুশ্চিন্তায় থাকা___
খুব অল্পতেই রেগে যাওয়া আবার রাগ ভাঙ্গানোর চেষ্টা আচ্ছা তুমি কি জান তোমার চারপাশটা কেমন আছে___
খুব ভাল আর আমারটা আমাবস্যার কালো প্রমিজটা আমাকে রক্ষা করতেই হল তোমাকে আর বিরক্ত না করার প্রমিজ___
ভালথাকাটাই অনেক কিছু তোমার পৃথিবীটা অনেক বড় স্বপ্নগুলো আকাশ ছোঁয়া তোমার আকাশটা অনেক অনেক নীল আমার আমার আকাশে আছে মেঘের ঘনঘটা চলার পথটা একটু অমসৃণ____
হ্যাঁ কোন সমস্যা নেই। আমি ভাল আছি এক আকাশের নীচেইতো আমাদের বসবাস তোমার আমার পৃথিবীটা এক শুধু অনুভূতিটা ভিন্ন__
তুমি তো আমার জগতের মধ্যেই আছ আমার চারপাশেই আছ__ শ্রাবণমেঘের বাদল দিনের কোন এক সন্ধ্যায় আমাকে মনে পড়বেই__ তোমার চিঠি দিও আমি অপেক্ষায় থাকব সেই পুরনো কোন চায়ের দোকানের সামনে___
খুঁজে নিও হাজারো মানুষের ভীরে আমি অপেক্ষায় থাকলাম আমি এক অপেক্ষমান যাত্রী___

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.