নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি একদিন পোস্ট অফিসে গেলাম। আমি গেছিলাম আমার একটি চাকরির আবেদন পোস্ট করতে।
গিয়ে দেখি একটি ছেলে আমাদের পোস্ট মাষ্টারের সাথে কথা বলছে।
ছেলেঃ আমার এই আবেদন ফরমটি পূরন করে দিন।
পোস্ট মাষ্টারঃ তুমি একটি ইন্টার পাশ ছেলে। আমি এইট পাশ ব্যাক্তি। আমি এত কিছু বুজি না। (আমার দিকে ইঙ্গিত করে) নাতি, দেখো তো। এই ছেলে কে সাহায্য করো।
আমিঃ দেখি তো আপনার ফরমটি।
ছেলেঃ এই যে।
আমিঃ এখানে কি লেখা আছে দেখেন তো??
ছেলেঃ “নাম” লেখা আছে।
আমিঃ তাহলে আপনার নাম এই ঘরে লিখেন।
এভাবে পাই টু পাই তাকে সাহায্য করলাম।
আমি যখন পঞ্চম শ্রেণীতে পরি তখন আমাদের চিঠি লেখা শিখাতো। প্রিয় “ক”,৷ My Dear “X”. হাবিজাবি। সেখানে আমাদের শিখানো হত কিভাবে খাম লিখতে হয়।
আবেদন পত্র এবং কাগজ পত্র একটি খামে ভরে পাঠাতে হয়। এই ছলেটি কোথায় প্রেরক/প্রাপক লেখতে হয় সেটাও জানতো না। অতছ ইন্টার পাশ পোলা। বাপ মা তো মনে করতাছে আমার পোলা কত বড় শিক্ষিত পোলা!
আসলে যে, এই পোলার একটা আবেদন পত্র লিখতে আধা ঘন্টা লাগলো সেটা তো ওর বাপ জানে না।
আমার তো ওর বাপের জন্য মায়া লাগতাছে। কত কষ্ট করে বাপ ছেলে কে লেখাপড়া করাইছে। অতছ কোথায় “প্রেরক” আর “প্রাপক” লিখতে হবে সেই জ্ঞানটি তার নাই।
SSC তে যে কেউ পাশ করে ফেলে। এই ছেলের তো HSC তে আটকানোর কথা কারন HSC কঠিন একটি লেভেল। এখানে বিশুদ্ধ জ্ঞান না থাকলে কেউ পাশ করে না।
প্রায় মাস খানেক আগে। পোস্ট অফিসে গেলাম। পোস্ট মাষ্টারের লগে আমার আবার ভালো খাতিল।
সেখানে দেখি এক ডিগ্রীর ছাত্র আবেদন পত্র পূরন করতে পারছে না। পোস্ট মাষ্টার কে গুতাচ্ছে আর বলতাছে “নানা, এহানে কি হইবো?”
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
ডিম পেরে চলে যান, ডিমের আর খবর নেন না।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০
ইসিয়াক বলেছেন: সম্মানিত ব্লগার আপনার পোস্টে অন্যান্য ব্লগারগন যে কমেন্ট করেছেন তার প্রতি মন্তব্য করুন প্লিজ। তাহলে আপনার ব্লগিং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে।
শুভ কামনা রইল।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
হাবিব বলেছেন: আপনার মতো লোকজনের কারনেই আমাদের শিক্ষার মান এমন
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
হিমেল রেজার বচন বলেছেন: মরুভূমির জলদস্যু লিখেছেন
"আপনি একজন কচ্ছপ...... ডিমের আর খবর নেন না।"
যথার্থই বলেছেন।
ধৈন্যা
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮
গফুর মিয়া১৯১ বলেছেন: এক কথায় বলতে গেলে জঘন্য মানে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার দাদার আমল থেকে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং চলবে। আর কিছু কি বলতে হবে?
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯
গফুর মিয়া১৯১ বলেছেন: মা-বাবা রা আমাদের বলেন, একটু ভালোমতো না পড়লে একটা চাকরি পাবা? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না? এখন সমস্যা হচ্ছে আমরা শিক্ষার অর্থ ভুলে গিয়ে এটাকে দক্ষতার সাথে গুলিয়ে ফেলেছি। একজন একটা ডিগ্রি নিয়ে হলো সিএসই ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন ডিজাইনার। ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সব একেকটা দক্ষতা, স্কিল। এর সাথে শিক্ষার সম্পর্ক কোথায়? দক্ষতাই যদি শিক্ষা হতো তাহলে আমি গাড়ি চালানো শিখে বলতাম যে আমি ড্রাইভার, তো আমি শিক্ষিত। হাস্যকর না? এই দক্ষতা দিয়ে কি হবে যেটা চুরি, বাটপারি, দুর্নীতি না করতে শেখায় না?....
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই চাকুরীর জন্য আবেদনটি পাঠাতে গিয়েছিলেন, সেই চাকুরীটা তো হয়নি।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮
জ্যাকেল বলেছেন: আপনার "ফরম ফিলাপ" পোস্টে মন্তবয় করলাম কুন রিপ্লাই পাইলাম না। "টাকা পয়সা নিয়ে কিছু কথা" ওইটায়ও না। তাই এই পোস্ট না পইরা মন্তব্য করি ফেল্লাম।
__________________________
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
ডিম পেরে চলে যান, ডিমের আর খবর নেন না।
__________________________
আপনার পোস্টে রিপ্লাই না পাইলে কেমন লাগে? এইভাবে চলিতে গেলে আমরা আর আসিব না ফিরে। হুহ
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিক্ষণীয় পোস্ট - কাছিম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। পরের পোস্টে কাছিমের ফ্যামিল প্ল্যানিং সম্পর্কে কিছু লিখবেন, ওটা সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২
রানার ব্লগ বলেছেন: হুম ব্যাপারখানা গুরুতর !!!!
কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশানে গেলো দেখি সব ঢাকা ইউনিভার্সিটির পাব্লিক।