নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের টেলিযোগাযোগ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫১







বিষয়: বাংলাদেশের টেলিযোগাযোগ খাত।

ভূমিকা: আমার মতে রাউটার এর হচ্ছে উন্নত সংস্করন। মানে আপডেড ভার্সন। আগে টেলিফোন দিয়ে শুধু কথা বলা যেত। এবং ইহা ছিল ব্যায়বহুল। আর বর্তমানে রাউটার/ইন্টারনেট হচ্ছে তুলনামূলক ভাবে সস্তা।

যা বলতে চাই: সিটিসেল ১৯৮৯ খ্রিষ্টাব্দে বিটিআরসি থেকে মোবাইল ফোন প্রবর্তনার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বরাদ্দ লাভ করে। তখন থেকে সিটিসেল বাংলাদেশের একমাত্র সিডিএমএ-এর মোবাইল সেবা প্রধানকারী অপারেটর হিসেবে ২০১৬ পর্যন্ত সেবা দেয়। এরা যে প্রযুক্তি দিয়ে সেবা দিতো সেটা হচ্ছে সিডিএমএ। আর এর সিম; সিম ছিলো না। এই সিডিএমএ প্রযুক্তি তে সিম কে রিম বলা হতো। আর সিটিসেল ছাড়া বাদ বাকি সবাই জিএসএম প্রযুক্তি এর মাধ্যমে সেবা দিতো।

আর এই সিডিএমএ প্রযুক্তি এর জন্য সিটিসেল এর রিম কার্ড অন্য কোন সেট এ কাজ করতো না।

সিটিসেল এর আগে টেলিফোন মারফত অনেকে যোগাযোগ করিতেন। এই টেলিফোন এমপি, মন্ত্রী, সরকারি অফিস, বড়লোক ব্যাবসায়ীদের বাসায় এই টেলিফোন থাকিতো।

২০০১ সাল পযর্ন্ত মোবাইল সেট একটি স্ট্যাটাস বহন করিতেন। যার কাছে মোবাইল থাকিতো তার দিকে আঙ্গুল তুলে বলিতো “ঐ দেখো বড়লোক যায়।”

Wi-Fi এর বিস্তার: ২০০৯ সালে আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কে ডিজিটাল বাংলাদেশ করার উদ্যোগ নেয়। যখন ২০১৩ সালে প্রায় সকল কম্পানী থ্রি জি পায় আর এবং পাবলিক এর কাছে থ্রি জি মোবাইল এসে পড়ে। এই ২০১৩ সালে সকল জেলা ব্রডবেন্ড বিস্তার লাভ করে।

আমি এই ওয়াই-ফাই প্রথম চিনি নোয়াখালী এর "সৈকত কম্পিউটার" এর দোকানে। আমাদের এলাকাতে ২০১৬ সালে ব্রডব্যান্ড এসে পড়ে। আমি ২০১৯ সালে জানুযারিতে নানার বাসাতে ওয়াই-ফাই নিছিলাম। কারন আমি তখন অর্নাস পড়ি নানা বাসা থেকে।

তখন এই গ্রামে আমি প্রথম এই ওয়াই ফাই নেই।





আজ ২৫-০৯-২০২১ রাত ৯টা ৪৭ মিনিট এ বলতাছি। আজকে দেখলাম। গ্রামের একটু ভিতরে পযর্ন্ত ব্রডভেন্ড ইন্টারনেট এর লাইন গেছে। যা আমার কাছে খুব ভালো লাগলো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: ব্লগ নীতিমালা পড়ুন প্লিজ। প্রথম পাতায় দুটো পোস্ট করেছেন আপনি। প্রথম পাতায় একের অধিক পোস্ট করার নিয়ম নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১০

নাহল তরকারি বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃথিত। প্রথম পৃষ্ঠাতে তখনও যে আমার পোস্ট ছিলো আমি খেয়াল করে নি।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ওয়াইফাই মানে শান্তি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১১

নাহল তরকারি বলেছেন: আমি খাবার ছাড়া চলতে পারব কিন্তু ওয়াই ফাই ছাড়া পারব না।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
ডিম পেরে চলে যান, ডিমের আর খবর নেন না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১২

নাহল তরকারি বলেছেন: আপনার ম্যাসেজ আমি বুজতে পারছি না। যা বলার ডাইরেক বলুন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০

ইন্দ্রনীলা বলেছেন: এই টেলিফোন আমাকে কত স্মৃতি মনে করায় দিলো।

আর মরুভুমি ভায়ের কমেন্ট পড়ে হা হা ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ধারনা আমার ম্যাসেজটা আপনি বুঝতে পেরেছেন।
বুঝতে পেরেছেন বলেই মন্তব্যের জবাব দিচ্ছেন।
আপনার জন্য শুভকামনা।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: টেলিফোনের স্মৃতি নিয়ে আমি লিখেছিলাম দশ বছর আগে..... আপনার লেখা ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.