নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

নিরাপদ আবাসস্থল।

০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯



বাড়ি। ঘর। একটি আপন জায়গা। নিজের জন্য আপন স্থান। প্রাচীন কালে মানুষ গুহাতে থাকতো। তারপর সমতল স্থানে আসলো। তারপর কাঠ দিয়ে, মাটি দিয়ে বাড়ি বানাতে শিখলো। তরপর লোহার যুগ আসার পর মনে হয় টীন দিয়ে বাড়ি বানাতে লাগলো।


তারপর একদিন তারা পিরামিড বানিয়ে ফেললো।



পিরামিড বনাতে হাজার হজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রম এর ফসল।

বর্তমান সময়ে আসি। বর্তমানে বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি হয়। বিল্ডিং গুলা স্বাভাবিক আবহাওতে ১০০ বছর যাতে টিকে সেই ভাবে তৈরি করে।




একটি বিল্ডিং বানাতে একজন শ্রমিকের খুব কষ্ট হয়। বিশেষ করে ভাদ্র মাসের গরম উপেক্ষা করে তৈরি করছে একটি বিল্ডিং। এই বিল্ডিং এর বাসিন্দা কি এই শ্রমিকদের কষ্টের কথা স্মরণ করবে?

অনেকদিন এক বাসা তে থাকলে, বাসার প্রতি মায়া জন্মায়। আমরা যখন চুয়াডাঙ্গা এর সরকারি বাসা ছেড়ে অন্য জেলায় সিফট হচ্ছিলাম তখন সেই চুয়াডাঙ্গা বাসার জন্য মায়া লাগছিলো। সেই বাসার শেষ রাত্রে, মানে যেই রাত্রে এখানে শেষ ঘুমানো। সেই রাত্রে এই বাসার প্রত্যেকটি ইট আমাকে বলছিলো "না, তুমি যেও না।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: ভাড়াটিয়াদের যাযাবর জীবন। তাঁরা শুধু এক এলাকা থেকে আরেক এলাকায় যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.