নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
গাছ লাগান পরিবেশ বাচান শীর্ষক একটি ব্লগ লেখি, এই ব্লগে। এখানে বলেছিলাম যদি গাছ না লাগাতে পারেন তাহলে ফলের বীচি যেন মহাসড়ক, গ্রামের রাস্তা এর পাশে যেন ফেলিয়ে দেয়া হয়।
যাই হউক, এই বড় লেবু গাছ ছাড়া সব গাছ বীচি থেকে উৎপন্ন। আম গাছ, তুলসি পাতা এবং নিম গাছ সব ফেলে দেয়া বীচি থেকে উৎপন্ন। আর ছোট ছোট যে লেবু গাছ গুলো দেখছেন সেখানে যে কবে বীচি লাগাইছিলাম, মনে নাই। আমি গাছ গুলো যত্ন নিচ্ছি। সার, গোবর এবং পানি দিয়ে গাছ গুলো তাজা রাখার চেষ্টা করছি।
হওক না এটা সরকারি বাসা। আমরা থাকবো না। অন্য স্টাফ তো এখানে থাকবে। তারা যদি এই আম এবং লেবু খায় তাহলে সেখানেই আমার স্বার্থকতা।
২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
নাহল তরকারি বলেছেন: আমার আব্বু সরকারি চাকরি করে। আমরা আছি গাইবান্ধা জেলায়।
২| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
গাইবান্ধার লোকজন কেমন, এলাকার লোকজনের আর্থিক অবস্হা কেমন, শিক্ষাদীক্ষা আছে?
২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:১০
নাহল তরকারি বলেছেন: ওদের নিয়ে গবেষণা করার সময় এখনো হয়ে ওঠে নাই।
৩| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা গুলি পোস্টে প্রথমে দিয়ে দিলে প্রথম পাতায় এতোগুলি ছবি ছবি দেখা যেতো না, সেটাই দেখতে ভালো হতো।
প্রতিটা ছবির মাঝে সামান্য ফাকা রাখতে পারেন, সাথে দুই একটা কথা লিখে দিতে পারেন।
২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:১০
নাহল তরকারি বলেছেন: সামনের বার দেখতাছি।
৪| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: বীচি থেকে গাছ হয়। কিন্তু সে গাছে ফল হয় না। তা কি জানেন? আপনি নার্সারী লোকদের সাথে এ বিষয়ে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।
২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:১১
নাহল তরকারি বলেছেন: ওদের সাথে কথা বলে দেখমু নে।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
সরকারী চাকুরী কে করেন, এবং বাসাটি দেশের কোন এলাকায়?