নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সাইন্স, আর্স, কমার্স

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪



২০০৯ সাল। ক্লাস নাইনে পড়ি। আমি প্রথমে আর্স নিছিলাম। পরে সাইন্স নিছিলাম। সাইন্স নিছিলাম কারণ আমার ইচ্ছা ছিলো বড় বিজ্ঞানী হবার। পরে ভয়ে আর্স এর আসার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন অনেকেই আমারে কর্মাসে নেওয়ার জন্য নানা ভাবে বুঝানো চেষ্টা করে। কমার্স খুব সোজা, না পড়লেই পাশ, পয়েন্ট বেশী আসে ইত্যাদি ইত্যাদি।

তারপর কমার্সে ঢুকে দেখি হিসাব বিজ্ঞান খুব কঠিন। এক কঠিন যে গণিতে পাশ কারর জন্য দোয়া না করে হিসাববিজ্ঞানে পাশ করার জন্য দোয়া করতাম।

পরে ইন্টারে আবার আর্স নেই। পরে এখন যারা কর্মাসে পড়ে তাদের জিজ্ঞাসা করি “হিসাববিজ্ঞান” কেমন লাগে? যদি বলে কঠিন লাগে তখন তাদের আবার প্রশ্ন করি “তুমি কেন কর্মাস নিছো?” তারা উত্তরে বলে “উমুকে বলছে কর্মাস খুব সোজা, ওমুক বন্ধু কমার্স নিছে তাই আমি নিছি” ইত্যাদি ইত্যাদি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

ঢাবিয়ান বলেছেন: মুরুব্বীরা আসার আগেই বানান ঠিক করেন। আর্স না আর্টস :`>

২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই।

২| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: তো সারমর্ম কি দাঁড়ালো?

২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

নাহল তরকারি বলেছেন: কমার্স কেউ নিজ ইচ্ছা তে নেয় না। আমার দেখা দেখি আরেক জন কর্মাস নিয়েছে। আর আমার মত হাজারো লোক কোন না কোন মামুর উপদেশে কমার্স নিছে।

৩| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

মেহেদি_হাসান. বলেছেন: তবুও কমার্সের স্টুডেন্ট কম না কিন্তু

২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

নাহল তরকারি বলেছেন: সবাই কর্মাস হুজুগে নেয়।

৪| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: এই সময়টায় পাশে একজন মেন্টর খবু প্রয়োজন। এই মেন্টর পরিবার থেকে কেউ হলে বেশি ভালো। বাবা/মা/বড় ভাই-বোন এরা ভালো করে জানে কেমন মেধার স্টুডেন্ট হলে কোন বিষয় নিয়ে পড়া ভবিষ্যতের জন্য ভালো হবে।

তুখোড় মেধাবী হওয়া সত্যেও অনেকে আর্টস নিয়ে পড়ছে, তার টার্গেট বিসিএস। ইন্টারে আর্টসে পড়ার পাশাপাশি টানা ৪-৫ বছর নিরিবিচ্ছিন্ন ভাবে বিসিএস এর প্রস্তুতি নেয়। প্রথম পরীক্ষতেই পাশ করে।

দেশের শিক্ষা ব্যাবস্থা অধিকাংশ ছাত্র-ছাত্রীকে উচ্চশিক্ষিত বেকার গড়ার কারখানা।

২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:



স্কুলে, আপনি ক্লাশের ফা্র্ষটবয় ছিলেন?

৬| ২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:




স্কুলে, আপনি ক্লাশের *ফার্ষ্টবয় ছিলেন?

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২

নাহল তরকারি বলেছেন: আমি তেমন টেলেন্ড ছাত্র ছিলাম না।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তিনটাই এক সাথে পড়ার ব্যবস্থা থাকলে ভাল হয়।

৮| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সেই সাথে ইসলাম শিক্ষা।

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫২

নাহল তরকারি বলেছেন: আজ মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.