নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় স্কুল।

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩২




এটা আমাদের স্কুল। আমার প্রাণের স্কুল। ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়। এই স্কুলে ভর্তি হই নবম শ্রেণীতে।

আমি যখন অষ্টম শ্রেণী পাশ করি তখন আমার নানা আব্বুকে বলেন “তুমারা তো সরকারি চাকরি করো। যখন তখন বদলী হতে পারো। একবার নাইনে রেজিষ্ট্রেশন হয়ে গেলে, তারপর তুমাদের যদি বদলী অর্ডার আসে তাহলে তো সমস্যা। তাই্ আমাদের এখানে ভর্তি করিয়ে দেও।” যেই ভাবা সেই কাজ। নবম শ্রেনী তে উক্ত স্কুলে ভর্তি হই। এসএসসি থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়ি থেকে কমপ্লিট করি।

নানা ভাই ব্যাংকে চাকরি করতেন। শেষের দিকে সোনালী ব্যাংক, ভবেরচর শাখা তে পোস্টিং ছিলেন। ইচ্ছে করেই আমাদের গ্রামের সেই শাখাতে ট্রন্সফার হয়েছিলেন।


কতই সুখের দিন ছিলো। আমি ক্লাশ শেষ করে আবুল হোসেন স্যারের ইংরেজী প্রাইবেট পড়তে যেতাম। প্রাইবেট শেষ শেষে বাসায় যেতে যেতে সাড়ে পাঁচটা বাজতো। নানা আমার জন্য বারান্দাতে বসে বসে অপেক্ষা করিতেন। আমার নানী আমার জন্য দুপুরের খাবার দিতেন। ভাত খেয়ে বাহিরে একটু ঘুরতে যেতাম বা একটু শুয়ে থাকতাম। ক্লাস এবং প্রইবেট শেষ করে যখন বাসায় যেতাম তখন যেই সুখ লাগতো তা এখন কোন শব্দে প্রকাশ করতে পারবো না। আর এই সুখ কে আমি খুব মিস করছি।

আমার সাথে নূরে আলম আর মেহেদী বাসায় ফিরতো। কারন তখন আমরা একই গ্রামে থাকতাম এবং একসাটে ইংরেজী প্রাইবেট পড়তাম।

শীত কালে অবশ্য বাহিরে যেতে পারতাম না। কারন সাড়ে ৫ তে সন্ধ্যা হয়ে যেতো।

ক্লাস নাইনে এবং টেইনে কাকতালীয় ভাবে প্রথম ক্লাস ছিলো ইংরেজী। শেষ ক্লাস ছিলো বাংলা ১ম পত্র। আমার তখন ঐচ্ছিক বিষয় ছিলো কম্পিউটার। প্রথম ক্লাসে ১১৫ জনের মধ্যে গড়ে ১০০ বা ৯০ জন থাকিতেন। আর শেষের বাংলা ক্লাসে ১০ থেকে ৫০ জন থাকিতেন।

ফরম ফিলাপের অনেকদিন পর আমার নানা মারা যায়। আমার এসএসসি পরীক্ষা তিনি আর দেখে যেতে পারলেন না। তিনি ডিসেম্বর ২০১০ সালে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

আমি আমার নানা কে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আ‌মি আরও স্মরণ কর‌ছি সে সকল শিক্ষক‌কে, যাঁদের সহ‌যো‌গিতায় আজ আ‌মি এখা‌নে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুখ স্মৃতিগুলো

ভাই বানান এত ভুল করেন কেন

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

নাহল তরকারি বলেছেন: আমি তো আঞ্চলিক ভাষাতে কথা বলতে পছন্দ করি।

২| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

ঢাবিয়ান বলেছেন: নানা নানী শব্দগুলো বড় মায়াময়। নিঃশর্তে শুধু বিলিয়ে যান ।

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

নাহল তরকারি বলেছেন: নানা বাড়ি খুব ভালো।

৩| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন:








নিন আমিও আপনার স্কুলের আরেকটি ছবি দিলাম।




২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

নাহল তরকারি বলেছেন: আপনি কি আমাদের স্কুলে পড়তেন?

৪| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আপনার উচিত ছিলো অনার্স শেষ করে স্কুলে ভর্তি হওয়া, তা'হলে প্রাইভেট পড়ার দরকার হতো না, টাকাগুলো বেঁচে যেতো।

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

নাহল তরকারি বলেছেন: আপনার কথা গুলা “খোচা মারা” এর মত মনে হচ্ছে।

৫| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন কোন শ্রেণীতে প্রথম স্হান অধিকার করেছিলেন?

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

নাহল তরকারি বলেছেন: আমি খারাপ ছাত্র ছিলাম। আমি কোন শ্রেনীতে প্রথম স্থান অধিকার করি নাই। তবে আপনি যে আমাকে খোচা মেরে কথা বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আর আপনাকে মাঝে মাঝে উগ্রপন্থী মনে হয়।

৬| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

ইসিয়াক বলেছেন:





আপনি আসলে খুব সরল প্রকৃতির মানুষ।
ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ। আমি কিন্তু আপনার পরিচয় এখনো পাই নাই। আপনার পরিচয় পেলে আমার মন শান্ত হইতো।

৭| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর লেখা। ভালো লেখা। আপনার লেখা পড়ে আমি মুগ্ধ।

৮| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন:





হা হা হা.... আচ্ছা আপনাকে খুব শিঘ্রি অনত্র আমার পরিচয় জানাবো। কোন সমস্যা নেই আপনি মনের আনন্দে ব্লগিং করুন।

শুভ রাত্রি।

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৮

নাহল তরকারি বলেছেন: আমার E-Mail Id: [email protected]

৯| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬

ইসিয়াক বলেছেন: ইমরোজ ভাই,

অনলাইনে মোবাইল নাম্বার, ইমেইল এসব ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। আপনি আট নাম্বার কমেন্টের প্রতি মন্তব্যটি মুছে দিন। আমি আপনার সাথে প্রয়োজনে যোগাযোগ করে নেবো।

ধন্যবাদ।

১০| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো থাকুন।

১১| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: যেনো আমার স্কুল। যাওয়া হয় না বহু বছর

১২| ২৪ শে নভেম্বর, ২০২১ ভোর ৫:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভবের চর যেন কোথায়?হাইম চরের কাছে কি?

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪০

নাহল তরকারি বলেছেন: ভবেরচর, গজারিয়া, মুন্সিগজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.