নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

December

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪০



ডিসেম্বর একটি মাস। খুব ভালো একটি মাস। আমি যখন স্কুলে পড়তাম সে সময় ডিসেম্বর মাস আমার মনে প্রভাব বিস্তার করিতো। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে খুব মজা হতো। ডিসেম্বর মানেই বার্ষিক পরীক্ষা। মানে খুব মজা। পড়ার চাপ আর নাই। গ্রামের বাড়িতে যাওয়া।

২০০৭ সালে সম্ভবত কুরবনী ঈদ ডিসেম্বরের ২১ তারিখ হয়েছিলো। বার্ষিক পরীক্ষা শেষে নানীর বাড়িতে গিয়ে ঈদ কি যে মজার ছিলো! গোস্ত দিয়ে চিতই পিঠা খুব খুব টেস্টি ছিলো। সেই স্বাদ আমার মুখে এখনো লেগে আছে।

তখন আমাদের নানীর বাড়িতে গ্যাস যায় নি। তখন মাটির চুলা দিয়ে রান্না হতো। মাটির চুলা দিয়ে রান্না করা গোস্তের গন্ধে মন ভরে ওঠেছিলো। আর মাটির চুলার রান্না করা তরকারির স্বাদ কি আর পাওয়া যাবে।

যাই হউক। ২০০৭ সালের কুরবানী ঈদের পরের দিন। রাতে খালাত্বো ভাই, আমি, আমার ছোট ভাই, নানা, নানী, আম্মু, আব্বু, খালা, খালু সবাই ছাদে। ছাদে মাটির চুলাতে গোস্ত গরম করা হচ্ছিলো। তারপর চিতই পিঠা বানানো হচ্ছিলো। খুব স্বাদ ছিলো।



তখনও ইন্টারনেট গ্রাম দেশেও ছড়াই নাই। ঢাকায় বড়লোকের পোলারা ব্রডবেন্ড ব্যঅবহার করিতো। তাই সেদিনের রাতে আমরা সব সকল কাজিন রা নানার সাথে বেশ মজা করেছিলাম। বর্তমানে পাবজির লড়াকু খেলোয়ার কি সেই মজা পাবে?

যাই হউক। সেই দিন আর আসবে না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



তখনো প্রতি বছর ডিসেম্বর মাস আসতো?

২| ২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩১

ইসিয়াক বলেছেন:




লোভ ধরায়ে দিলেন তো!
দাওয়াত দেন। একদিন আপনার ওখানে গিয়ে চিতই পিঠা আর গোশত খাই।

২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৮

নাহল তরকারি বলেছেন: আসেন একদিন।

৩| ২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হারানো শৈশব।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

৪| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মেহেদি_হাসান. বলেছেন: এখনো গ্রামে ওরকম পরিবেশ আছে

৫| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৫

কালো যাদুকর বলেছেন: ডিসেম্বর মাস বড় কথা না। আসলে শৈশব আর কৈশোহরের দিনগুলো রঙ্গীন | এরপর আরো ডিসেম্বর আসবে আরো চিতই পিঠা আসবে ৷ তবে এত মতা হবে না খেতে ৷ :)

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০০

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই।

৬| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি অনেক কমেন্টের উত্তর দেন না। যে যা-ই কমেন্ট করুক উত্তর দেওয়াটা ব্লগীয় ভদ্রতার মধ্যেই পড়ে।

চাঁদগাজী সাহেবের কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ। কিন্তু আপনার উত্তরটা শোভন হয়নি । প্রশ্ন করেছেন একজন আর আপনি পুরো জাতি নিয়ে কোনো প্রশ্ন তুলছেন। আপনি হয়তো জানেন না চাঁদগাজী একজন মুক্তিযোদ্ধা।
পোস্টে অনেক বানান ভুল পোস্ট করার পর নিজে আবার পড়বেন যে ভুলগুলো চোখে পড়ে এডিট করে দিবেন।

অনেক নেতিবাচক কথা ও সমালোচনা সহ্য করার মানসিকতা না থাকলে ব্লগিং করা কঠিন হয়ে পড়বে।
স্মৃতিচারণের জন্য ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: ডিসেম্বরটা মাসটা আমার জন্য গুরুত্বপূর্ন হয়ে গেছে।
ডিসেম্বরের ১১ তারিখ আমার বাবা মারা যান। আর ৩১ ডিসেম্বর আমার মেয়ের জন্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.