নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
বউ বাসায় নাই। আমার সাথে অভিমান করে বাপের বাড়িতে গেছে। তাই আমার মন খারাপ। কোন কাজে মন বসে না। নিজেকে বড় একা একা লাগছে। আমার যে তার জন্য মন খারাপ, বুকটা ফাইট্টা যাচ্ছে, এটা বউ বুঝতােছে না।
যাই হউক সেটা কথা না। আমি আমার এক অভিজ্ঞতার কথা বলবো।
সেটা সম্ভবত ২০১৭ বা ২০১৮ সালের জানুয়ারি মাস। আমার বড় চাচা (আঞ্চলিক ভাষাতে “জেডা” বলে উচ্চারত হয়) মারা যায়।
আমি ছিলাম ঢাকাতে মামার বাসায়। এবং আমি এই শোক সংবাদ টি শুনতে পাই ১০টা বাজে। আমার আব্বু তখন চুয়াডাঙ্গা তে পোস্টিং। ট্রেন ধরে ঢাকা আসতে আসতে রাত ৮টা বোজেছিলো। আর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের বাড়ি গজারিয়া, মুন্সিগজ্ঞ এ পৌছাতে পৌছাতে রাত ১০টা বাজে।
আরেকটা কথা বলে রাখি, আমাদের উপজেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে। আমরা ঢাকা আসতে আর যেতে কোন দিন মুন্সিগজ্ঞ সদর হয়ে যাই না। আমরা ঢাকা যেতে ঢাকা চট্টগ্রম রাস্তা ব্যবহার করি। আমাদের উপজেলার দক্ষিণ দিকে দাউদকান্দি, কুমিল্লা আর উত্তরে মেঘনা ব্রজি এবং নারায়ণগজ্ঞের সোনারগাঁ উপজেলা। কুমিল্লা থেকে আমাদের গজারিয়া উপজেলা আসতে ২ ঘন্টা সময় লাগে। আর আমাদের উপজেলা থেকে ঢাকা আসতে ১ ঘন্টা সময় লাগে।
যাই হউক। সে সময় আবার মেঘনা ব্রীজের কাজ চলতে ছিলো। তাই মেঘনা ব্রীজের কাজ চলতেছিলো বিধায় বাড়িতে পৌছতে একটু দেরী হচ্ছিল।
এখন আসি আসল কথায়। উপরের ভূমিকা না পড়লে এই প্যাসেজ এর মর্ম বুঝবেন না।
আব্বুর বাড়িতে আসার দেরী দেখে একদল মুরব্বি গবেষণা শুরু করে দিয়েছেন।
১ম মুরব্বী: নজরুল কেন দেরী করতাছে?
২য় মুরব্বী: হেতে তো ট্রেন দিয়া আইবো। হেতে কি প্রাইবেট কার ভাড়া করে আসবে?
৩য় মুরব্বি: ঠিকই কইছো! রাসেদে কুমিল্লা ক্যানটন্টমেন্ট থেকে আইয়্যা পড়ছে। নজরুলে চুয়াডাঙ্গা থেকে আইতে পারলো না। চুয়াডাঙ্গা তো ঢাকার ভিতরেই।
একজন ব্যাক্তি কত মূর্খ হলে বলতে পারে চুয়াডাঙ্গা ঢাকার ভেতরে!
মুরব্বিদের এই কথা গুলো শুনছিলো আমার ছোট ভাই সিয়াম। আমি অবশ্য পুর থেকে আব্বু কে আনার জন্য কমলাপুর গেছিলাম।
যাই হউক গ্রামের মুরব্বিরা কত মূর্খ দেখেন।
চুয়াডাঙ্গা যে থুলনা বিভাগে এই চার্ট দেখে দিন।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬
নাহল তরকারি বলেছেন: আমাদের বাড়ি গজারিয়া উপজেলাতে তে। মেঘনা আর দাউদকান্দি ব্রীজের মাঝখানের অঞ্চল।
২| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গ্রামের সাধারন লোক তারা নাও চিনতে পারে।চুয়াডাঙ্গা কোথায়।আল্লাহ যে এতো বড় জ্ঞানী সে কি আমিরিকা কোথায় জানতো।কোরান হাদিসে আছে কি এমন কোন রেফারেন্স।থাকলে জানাবেন।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৭
নাহল তরকারি বলেছেন: আপনি এখনে ধর্মকে টানছেন কেন? আপনি হুজুর নাকি?
৩| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
চুয়াডাংগা খুলনায়, এটা ঠিক আছে; আবার ঢাকা হচ্ছে চুয়াডাংগায়, এটাও সঠিক; কারণ, পৃতিবী গোল, কিংবা গন্ডগোল।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৭
নাহল তরকারি বলেছেন: চুয়াডাঙ্গা আপনার ঘরে ভিতরে।
৪| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৮
অপু তানভীর বলেছেন: গ্রামের মুরব্বরীদের এই হচ্ছে এক সমস্যা । যেটা জানে না সেটা নিয়ে তো কথা বলবেই এবং সাথে সাথে যেটা জানবে না সেটা নিয়েও এমন ভাবে কথা বলবে যেন তার থেকে বেশি আর কেউ জানে না ।
চুয়াডাঙ্গা নাম দেখে ভেতরে ঢুকলাম । চুয়াডাঙ্গা হচ্ছে আমার নানার বাড়ি এবং বর্তমানে আমার হোমটাউন । বিক্রমপুর অর্থ্যাৎ মুন্সিগঞ্জ হচ্ছে দাদার বাড়ি।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮
নাহল তরকারি বলেছেন: আমাদের পর দাদার এক শাখা চুয়াডাঙ্গা তে বিস্তার লাভ করেছে।
৫| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী ঘুরছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে; কিছুক্ষণ আগে চুয়াডাংগা যেখানে ছিলো, এখন ওখানে নেই।
৬| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজ জেলার বানানটা অত্যন্ত ঠিক করে লিখুন। গ্রামের অশিক্ষিত মানুষের পক্ষে সব জানা ও বুঝা সম্ভব নয়। আপনি কি উনার ভুলটা ভাঙ্গিয়ে দিয়েছিলেন ?
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪
নাহল তরকারি বলেছেন: মুন্সিগজ্ঞ ও হয় আবার মুন্সীগজ্ঞ ও হয়
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৩
নাহল তরকারি বলেছেন: আপনি কি উনার ভুলটা ভাঙ্গিয়ে দিয়েছিলেন ? ওরা তো বাল পাকনা। কলেজ পড়ুয়া ছাত্ররা যেমন বাল পাকনা আমাদের এলাকার মুরব্বীরাও বাল পাকনা। ওদের কে ভুল ধরিয়ে দিলে ওরা এমন কমেন্ট করে বসবে পরে আমার ইজ্ঞতই চলে যাবে।
৭| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মুন্সীগঞ্জ । যাই হোক বুঝিয়ে বলা যেত যে চুয়াডাঙ্গা ঢাকায় নয় খুলনায়।
২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩
নাহল তরকারি বলেছেন: আপনি বলে দেখেন। আপনাকে তারা ১০০টা কথা শুনিয়ে দিবে।
৮| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ গ্রামের মুরুব্বী গন সব সময় বিশ্বজয়ী !
আয়হায় চাঁদ গাজী ভাইয়ের কথা ই সত্যি , বিক্রমপুরের মানুষ বেশি ব্লগে।
৯| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
ঢাবিয়ান বলেছেন: মুরুব্বীদের নিয়ে ভালই সমস্যায় আছেন আপনি
২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪
নাহল তরকারি বলেছেন: এমন আজাইরা মুরব্বি থাকলে ইজ্জত নষ্ট করতে শয়তান লাগে না।
১০| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: বহু মুরুব্বী ভুল ধারনা নিয়ে আজীবন বেঁচে থাকেন। এবং একদিন মরে যান। কিন্তু তাদের ভুল গুলো শুধরে দেবার কেউ নাই।
২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৫
নাহল তরকারি বলেছেন: আপনি যদি তাদের ভুল শুধরে দেন তাহলে তারা আপনাকে বলবে “আমার থেকে বেশী জানো?”
১১| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৪
মেহেদি_হাসান. বলেছেন: গ্রামের মুরুব্বীরা অনেক সময় না বুঝে না জেনে কথা বলে এটাই তাদের বিনোদন তাদের তো আর ব্লগ নেই, চায়ের দোকানই তাদের ব্লগ।
২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নাহল তরকারি বলেছেন: তাই বলে যে বাড়িতে একজন লোক মারা গেছে, যে বাড়িতে লোকজন শোকে কাতর সেখানে মুরব্বিরা কেন বিনোদন খুজতে যাবে। আজব তো??
১২| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৩৪
নেওয়াজ আলি বলেছেন: আপনার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি জেলা
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
নাহল তরকারি বলেছেন: কই? বলেন। দাউদকান্দি, কুমিল্লা নাকি সোনারগাঁও নারায়ণগজ্ঞ?
১৩| ২৯ শে নভেম্বর, ২০২১ ভোর ৫:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ধার্মীক মানুষ,সব যায়গায় ধর্ম খুঁজে বেড়াই।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: ঢাকা চট্টগ্রাম মহা সড়ক সংলগ্ন আপনাদের বাড়ীর খুব কাছাকাছি হবে(সরকার বাড়ি) আমাদের এক আত্মীয়ের বাড়ি। ওদের বাড়ীর সামনেই ওদেরই একটা ফলের পাইকারী বাজার বসে প্রতিদিন। ঐ বাড়িতে বেশ কয়েকবার বেড়াতে গিয়েছি।