নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ এবং আকামের পোলাপান।

১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯



ভূমিকা: ডিজিটাল বাংরাদেশ ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন। তিনি বাংলাদেশ কে প্রায় ডিজিটাল করিই ফেলেছেন। জন্ম নিবন্ধন এখন অনলাইনে চেক করা যায়। জাতীয় পরিচয় পত্র, পাসর্পোট, ড্রাইভিং লাইসেন্স সব কিছু একন অনলাইনে চেক করা যায়। SSC, HSC, অনার্স পরীক্ষার রেজাল্ট এখন অনলাইনে দেখা যায়। এখন সরকারি চাকরির আবেদন ও লেপটপে বসে করতে পারি।

ই কমার্স এখন হাতের মুঠোই। অন লাইনে অর্ডার কার যায়, এখন অনেক কিছু ডিজিটালই পে-মেন্ট করা যায়। এখন প্রায় প্রতিটা উপজেলা তে ব্রডবেন্ট ইন্টারনেট পৌছে গেছে। প্রায় সব কাজ এখন অনলাইনে করা যায়। সে দিক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দিবো। তিনি যদি ২০০৯ সালের ক্ষমতায় এসে যদি ডিজিটাল বাংলাদেশে গড়ার নিয়্যাত না নিতেন তাহলে আজ ও অনেক কাজ হাতে কলমে করা হতো।

এখন আকামের পোলাপানের কাছে:

ঘটনা ০১: আমি অটো দিয়ে এক জায়গাতে যাচ্ছিলাম। এক ১৮ বছরের ছেলে ফোনে কথা বলতাছে। সে ফোনে বলতেছিলো যে “আসিফ কে বললাম ঐ ফাইলটা PDF করে পাঠাতে, হালায় স্কিন শর্ট করে দিয়েছে। এখন জুম করলে স্পষ্ট কিছু বুঝি না। পিডিএফ করলে তো এমন হতো না”

এখন যদের জন্য ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে তা তো কিছু বুঝতাছে না। তাদের ভবিষৎ অন্ধকার। আমি ঐ চেংরার কথা কি বলিব। আমার ক্লাসমেট এর অনেকেই ই মেইল ID জিজ্ঞাসা করিলে আমতা আমতা করবে।

আর আমি এক মুরব্বিকে দেখি একজন কে মোবাইলের মাধ্যমে pdf ফাইল একজন কে পাঠালো। এবং সে pdf, doc, mp3, mp4, jpg, png ফাইল চিনে।

যাই হউক। বর্তমান ১০ থেকে ২০ বছর ছেলে মেয়েদের বলতে চাই। এই ইন্টারনেট দিয়ে পাবজি না খেলিয়া কিছু শিখো। বড় হেয়ে আউট সোর্সিং করে নিজের পকেট চালাতে পারবা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন। বর্তমানের পোলাপান আকামের।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: অনেক ছেলেমেয়েই বেশ ভালো কাজ জানে। আবার অনেকে কিছুই জানে না।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই। কেউ কেউ আছে খুব এক্সপার্ট। কিন্তু যারা পারে না আবার কিছুই পারে না।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: সরকারের দারুন একটি কাজ ,অনেক আধুনিক দেশের চেয়ে এগিয়ে।
যদিও অপ্রতুল তথ্য, সার্ভার ডাউন ,ব্রাউজ স্লো ..
এগুলো আমলাদের ইচ্ছকৃত

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭

নাহল তরকারি বলেছেন: আমলারা চাইলেও পারে না।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

রংবাজপোলা বলেছেন: উচিতকথা লিখছেন।র্আমাগো পোলা মাইয়া গো কোডিং লেখানো শিখন লাগবো। ভবিষ্যতে হেইটা কাজে লাগবো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

নাহল তরকারি বলেছেন: কোডিং শিখলে টাকা পয়সা কামাইতে তো পারবে??

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আকামের পোলাপান ভি পি এন কি সেটাও জানে শুধুমাত্র পরীক্ষার সময়ে কিম্বা কোনো বিপর্যয়ে ফেসবুক নেট বন্ধ রাখার কারণে । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.