নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের 5G

১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১



ভূমিকা: আমাদের বাংলালিংক দাবি করে তারা দ্রুত গতি ইন্টারনেট সেবা প্রধান করে। Ookla এর টেস্ট এ নাকি বিশ্বের এক নাম্বার। কিন্তু সমস্যা হচ্ছে, এই স্পিড দিয়ে লেপটপ তো দূরে থাকুক মোবাইল ই চালানো যায় না। 4G লেখা থাকলেও গড়ে 20kbps speed পাওয়া যায়।

5G মানে কি?
5G মানে 10 gigabits per second.

আমাদের বাস্তবতা: আমাদের 4G আছে। 4G মানে 100mbps. 100 এমবিবিএস স্পিড দিবে প্রতি সেকেন্ড। কিন্তু আমাদের 4G তে 500kbps গতি দিয়েছে কি না সন্দেহ।

এখন 5G আসলে 5mbps এর উপরে ইন্টারনেট গতি পৌছাবে কি না সেটার দেখার বিষয়। 5G তে আমাদের 10gbps আশা করারটা হাস্যকর হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:



স্কুল, কলেজে অংক পছন্দ করতেন?

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

নাহল তরকারি বলেছেন: কিসের সাথে কি? আপনার কমেন্ট টি প্রসঙ্গ ছাড়া। যেমন: আপনাকে প্রশ্ন করলাম “কই যান?” আপনি উত্তর দিলেন “মাছ দিয়ে ভাত খেয়ে এসেছি।”

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি যেখানে আছি, সেখানে ৫জিতে বেশ ভালোই স্পিড পাই। মাত্রই টেষ্ট করলাম ৪৭৯.৩১ আছে। এখন সন্ধ্যা রাত। এ জন্য স্পিড কম। প্রায়সই এটা ৫০০-৭০০ এর মধ্যে থাকে। তাছাড়া আমি যে এলাকায় থাকি, এটা অনুন্তত ও জনসংখ্যা বেশী। ভালো এরিয়াতে গেলে স্পিড ৮০০-৮৫০ পর্যন্ত উঠে।

স্পিডটেষ্ট.নেট এর রেজাল্ট



ইমাম ইউনিভার্সিটির ফ্রি ইন্টারনেটের স্পিড কখনও ৭০০ এর নিচে পাই নাই।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৭

নাহল তরকারি বলেছেন: এটা নিশ্চই বাংলাদেশ না। কোন দেশে আছেন?

৪| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: সব মোবাইল কোম্পানী মিথ্যা বলেই যাচ্ছে। সরকার তাদের কিচ্ছু বলে না।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

নাহল তরকারি বলেছেন: প্রশাসন টাকা খেয়ে সরকার কে কিছু জানায় না। তাই সরকার কিছু করতে পারে না।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
মোবাইল ইন্টার্নেট গতি কত দরকার?
ভিডিও কলে কথা বলা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম, অ্যাপলটিভি প্লাস, হুলুসহ স্ট্রিমিং সার্ভিস ও টিভিতে রেকর্ডেড কোনো কিছু দেখার জন্য ইন্টারনেট প্রয়োজন সর্বনিম্ন ৩ এমবিপিএস।
৫ হলে ভাল, নিশ্চিন্ত বাফারিং হবে না। সবচেয়ে ভালো এই স্পিড যদি ১০ থেকে ২০ এমবিপিএস হয়।

ওকলার মোবাইল ইন্টারনেটের গতির সূচকে ২০১৭-১৮ সমগ্র বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ১২ দশমিক ৬
সন্তোষজনক গতি।
এমবিপিএস হলেও বর্তমানে ৫ জি বাদেই ৩০ এর মত গতি পাওয়া যায়। যেখানে ৫ হলেও চলে।
বেশীগতি কি খুব দরকার? তাহলে বাসায় যান। খুব সস্তা ব্রডব্যান্ড ওয়াইফাই ১০০ এমবিপিএস।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

নাহল তরকারি বলেছেন: ভাই আমরা যারা বাংলাদেশে থাকি তার কোন দিন 100 kbps এর উপরে ইন্টারনেট গতি পেয়েছি কি না সন্দেহ।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৭

বিটপি বলেছেন: গতি নির্ভর করে স্পেকট্রামের উপর। যে অপারেটরের স্পেক্ট্রামের উপর যত বেশি নিয়ন্ত্রণ থাকবে, সে অপারেটরের প্রভাইড করা ইন্টারনেটের গতি তত বেশি হবে। এই স্পেকট্রামের মালিক হল বিটিআরসি। তারা এই স্পেকট্রামের ভাগ অপারেটরদের কাছে নিলামে বিক্রি করে থাকে। যে অপারেটর বেশি স্পেকট্রাম কিনতে পারে, তারা গ্রাহকদেরকে বেটার সার্ভিস দিতে পারে। কিন্তু তাদের গ্রাহকসংখ্যা অত্যাধিক বেশি হয়ে গেলে তাদের সার্ভিস আবার খারাপ হয়ে যায় - যেমন গ্রামীণ ফোনের ক্ষেত্রে হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২০

নাহল তরকারি বলেছেন: বিদেশে কিন্তু ভালো সার্ভিস দেয় যতই গ্রাহক থাকুক না কেন?

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এসব নামের ৪জি , ৫জি দিয়ে লাভ কি কাজের কাজ না হলে ?

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

নাহল তরকারি বলেছেন: বাংলাদেশ বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.