নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ট্রেনের টিকেট।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৮



শহীদ মনসুর আলী রেল স্টেশন সবাই চিনেন। যমুনা সেতুর পরে সিরাজগজ্ঞ এ পড়েছে এই স্টেশন। যারা চিত্রা, সুন্দরবন এবং উত্তরবঙ্গে যারা যারা ট্রেন দিয়ে চলাচল করেন তারা এই স্টেশন দেখেছেন।

এখন আজকে দেখলাম গাইবান্ধা রেল স্টেশন থেকে শহীদ মনসুর আলী স্টেশনে টিকেটে এর ভাড়া কত? দেখলাম যে অনলাইন থেকে এই টিকেট ক্রয় করা যাবে না। আমি যদি কাউন্টার যাই তাহলে এই টিকেট ক্রয় করিতে পারবো।

এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি গাইবান্ধা থেকে শহীদ মনসুর আলী স্টেশন পযর্ন্ত যদি টিকেট কটাতে যদি না পারি তাহলে ডিজিটাল বাংলাদেশ করে কি লাভ?

লালমনি এক্সপ্রেরস কিন্তু গাইবন্ধতে ও থাকে শহীদ মনসুর আলী স্টেশনেও থাকে।


আরেকটা জিনিস। খুলনা থেকে রাজশাহী ট্রেন আছে। আবার রাজশাহী থেকে গোপালগজ্ঞের ট্রেন সার্ভিস আছে কিন্তু রাজশাহী থেকে আবার রংপুরের ট্রেন নাই। যা খুব দুঃখ জনক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

বিটপি বলেছেন: রাজশাহী থেকে সৈয়দপুরের ট্রেন আছে, পার্বতীপুরের ট্রেন আছে - এখন আবাএ রংপুরের ট্রেনও লাগবে?

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫

নাহল তরকারি বলেছেন: হ ভাই।

২| ২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ট্রেনে সমস্যা হলে বাসে করে চলে আসুন। ব্যস। জামেলা শেষ।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫

নাহল তরকারি বলেছেন: এখন বাস ভাল্লাগে।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কিছু স্টেশনের জন্য আন্তনগর ট্রেনের আসন বরাদ্দ না থাকার কারণে এই জটিলতা । এর জন্য আপনার গন্তব্যের পরের বড় কিম্বা জেলার স্টেশনের টিকিট কাটতে হবে । যা রেলওয়ের ভুয়া নিয়মের একটি । স্টপেজ থাকলে টিকিট থাকতে হবে ।
রেলের সাথে জড়িত সকলেই আহাম্মক ।

২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.