নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীত।
আমি ২০০১ সালে ১ম শ্রেনী তে ভর্তি হই। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ। আমার স্পর্ষ করা প্রথম বই হচ্ছে বাংলা। এবং প্রথম গল্প হচ্ছে এই এই কচ্ছপ এবং খরগোশের গল্প।
কাহিনীটা সংক্ষেপে বলি। কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিগোতিতা হয়। থরগোশ অনেক দূর এগিয়ে যায়। কচ্ছপ ধীর গতির জন্য অনেক চিছিয়ে যায়। কচ্ছপের এই ধীর গতির দেখে খরগোশ গাছের নিচে আরাম করার জন্য শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। যখন খরগোশের ঘুম ভাংলো তখন সে দেখলো কচ্ছপ ফিনিশিং লাইন পার হয়ে গেছে।
এই গল্পের মর্ম তখন ছিলো এক রকম। এখন মর্ম হচ্ছে আরেক রকম। এই এই গল্পের মানে হচ্ছে “জীবন একটি প্রতিযোগিতা। আরাম কারর সময় নাই। আরাম করলে অন্যজন জিতে যাবে। আমি হেরে যাবো। । কোন দুর্বল প্রতিযোগীকে দেখে রিলাক্স হবার কিছু নেই।
২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০১
ইসিয়াক বলেছেন: আপনি বিভিন্ন লেখকের বই বা গল্পের রিভিউ লিখতে পারেন।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৭
নাহল তরকারি বলেছেন: ভাই। কি বলবো? বড় কোন কিছু পড়ার মত ধৈর্য নাই। বিশেষ করে বই। চাকরির জন্য যে বই পড়তাছি তা ও ঠেকায় পড়ে।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি এখনো ১ম শ্রেণীতেই আছেন?
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮
নাহল তরকারি বলেছেন: অপমানজনক কথা বার্তা। সাম্প্রদায়িক অপশক্তিরা এমন অপমানজনক কথা বলে।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনার সৃতিশক্তি ভালো ।
আরামেরও দরকার আছে ।
২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৫
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: আপনি তো আমার বাসার কাছে স্কুলে পড়তেন।
২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৬
নাহল তরকারি বলেছেন: তখন আমি শাহাজাহান পুর থাকতকম।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই গল্পটার সঙ্গে 'বাংলাদেশ' আর আফগান ক্রিকেটারদের কোনো মিল খুঁজে পাচ্ছেন কি ?
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর লেখা।