নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

প্রাকৃতিক সম্পদ ও শক্তি সঞ্চয়

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:১০



আমাদের দেশে প্রাকৃতি গ্যাস কমে যাচ্ছে। যার কারনে দেশে বিদুৎ উৎপাদন কমে যাচ্ছে। যার কারনে লোড সেডিং দেখা দিচ্ছে।

আমাদের দেশে লাইন বাসা বাড়িতে লাইন গ্যাস বহুল প্রচলিত। আমি অনেক কে দেখেছি বর্ষা কালে ও শীল কালে গ্যাসের চুলায় জামা কাপড় শুকাতে দিয়েছে। আবার অনেকে দুই টাকার ম্যাচ বাচাতে ১০০ টাকার গ্যাস নষ্ট করেছে। লাইনের গ্যাস না হয়ে যদি সিলিন্ডার গ্যাস সবার বাসায় থাকতো তাহলে কেউ গ্যাসের অপচয় হতো না।

যাই হউক। আমাদের এখন বিদুৎ সাশ্রয় করিতে হবে। অযথা লাইট না চালাই। আর আলোক সজ্যা না করি। টিভি দেখা শেষ হলে টিভির প্লাগ খুলে রাখি।

আমার জানা মতে অনেক দেশে পারমানবিক চুল্লি বন্ধ করে দিয়েছে। এই পারমানবিক চুল্লি দিয়ে নাকি বিদুৎ উৎপাদন করিতেন। আর বাঙ্গালিরা যে পরিমান গ্যাস নষ্ট করেছে আর মনে হয় না ভবিষতে গ্যাস পাবো। তাই আমাদের বিকল্প শক্তির উৎস খুজে বাহির করতে হবে।

যেমন এখন সোলার প্যানেল কে শক্তিশালী করতে হবে। হয়তো ভবিষৎ এ সোলার দিয়ে ল্যপটপ চার্জ, পানির মটর, টিভি, ফ্রিজ সব চলবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৮

কামাল৮০ বলেছেন: রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব আছে কিছুটা।

২| ০৬ ই জুলাই, ২০২২ রাত ৯:০৩

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর লেখা।

৩| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সংসারের কি খবর?
আছে, নাকি ইমরোজ৭৫ এর মতোই তালাক হয়ে গেছে?

৪| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: লোড শেডিং অনেক বেশী এখন।

৫| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
উচ্চমুল্যের কারনে সারা বিশ্বেই বিদ্যুৎ ও জালানি সাশ্রয় চলছে।
অষ্ট্রেলিয়া ও জাপানে জরুরি স্থাপনা বাদে সকলস্থানে ৩ ধন্টা বিদ্যুৎ (এসি ও বাতি) বন্ধ রাখতে বলা হয়েছে।
চীনে সবচেয়ে কঠিন অবস্থা। বছরব্যাপি ভয়াবহ লোড শেডিং চলছে। ইউরোপের প্রতিটি দেশে ৫ মাস জাবৎ রেসনিং করে গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয় চলছে।
বাংলাদেশ তো মাত্র শুরু করলো।

৬| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫৬

বিটপি বলেছেন: হাসান কালবৈশাখী, বিশ্বজুড়ে যদি জ্বালানির সংকটই হয়ে থাকবে, তবে সরকার সেই মূল্যবান জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের মত ফালতু কাজে এত বেশি ব্যবহার করছে কেন? কুইক রেন্টাল নামের অথর্ব প্রকল্পে যে পরিমাণ তেল ও গ্যাস ব্যবহার করা হয়েছে, তা দিয়ে কত টন সার বেশি বানানো যেত? প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার না করলে এখন বিপুল ব্যয় করে এলএনজি আমদানি করতে হত না।

উৎপাদিত বিদ্যুৎ আমাদের কি কাজে লেগেছে? শপিং মলে ২৪ ঘন্টা এসি চালানো আর টিক্টক ভিডিও বানাতে কোটিখানেক মোবাইল চার্জ দেয়া ছাড়া? অটোবাইকের যন্ত্রণায় এখন মফস্বলের রাস্তায়ও শান্তিতে হাঁটা যায়না - এ সবই হচ্ছে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের কুফল।

৭| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাসাবাড়ীতে গ্যাসের অপচয় হয় কথাটি ঠিক আবার ঠিক নয় কারণ বার্ণারগুলো ২৪ ঘন্টা ফুল স্পিডে চালিয়ে যে গ্যাস ব্যয় হয় তার চেয়ে বেশি বিল নেওয়া হয়। আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন সেই পণ্য আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন এই দিক বিবেচনা করলে অপচয় নয় আবার যেহেতু প্রয়োজন নেই সুতরাং কেন অযথা ব্যয় করবেন এই অর্থে অপচয়।

৮| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৫

নতুন বলেছেন: কয়েক বছর আগেইতো গ্যাস রপ্তানী নিয়ে কথা হচ্ছিলো....

তেলের দাম বস খানেই বাড়ছে, আমি নিজেই আজ ব্যক্তিগত গাড়ী রেখে অফিসের বাসে এসেছি।

প্রেটল ছিলো ৪৪ টাকা লি: যখন ড্রাইভিং শুরু করি, এখন ১১২ টাকা লি: মাসে ১৭৮০০টাকা তেল খরচা হবে ভাব দিয়ে নিজে গাড়ী চালিয়ে অফিসে যেতে, তাই আজ থেকে অফিসের বাসে যাওয়া শুরু করলাম। B-)

তেলের দাম বাড়ছে দুনিয়ার সব কিছুরই দাম বাড়ে। আমাদের দেশে তো আরো বেশি বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা।

৯| ০৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

জ্যাকেল বলেছেন: Click This Link বিশ্ববাজারে গ্যাসের দাম দিন দিন কমছে। তাছাড়া বাংলাদেশের নিজস্ব গ্যাস তো আছেই। প্রকৃত সমস্যা হইতেছে সমন্বয় ও পরিকল্পনার অভাব। দেশে যারা সরকার/পরিকল্পনা/পরিচালনার যোগ্য তাদের কাজ করতে সুযোগ দেওয়া হইতেছে না অর্থ পাচারের সুযোগ কমে যাবে বলে। এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াইতে হইবে।

১০| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৩

বিটপি বলেছেন: এই লিঙ্কে গুঁতা দিন। জ্বালানি সঙ্কট সংক্রান্ত আপনাদের সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন।

১১| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৬

বিটপি বলেছেন:

প্রথম আলো থেকে খুঁজে এই সংবাদটা পড়ুন। তাহলে আপনাদের সব প্রশ্নের জবাব পাবেন।

১২| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.