নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

মহররম এর ঘটনাবলী।

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০



০১। এই দিনে দুনিয়া সৃষ্টি করা হয়।
০২। এই দিনে আকাশ থেকে বৃষ্টি হয়।
০৩। আদম (প্রথম মানুষ) সৃষ্টি করা হয়।
০৪। নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে আদম কে বেহেস্ত থেকে নির্বাসন করা হয়।
০৫। আদম এর দোয়া কবুল হয়।
০৬। হযরত নূহ (আঃ) তুফান হতে মুক্তি দেয়া হয়।
০৭। হযরত আইয়ুব (আঃ) রোগ হতে মুক্তি দেয়া হয়।
০৮। হযরত ইব্রাহিম (আঃ) আগুন হতে মুক্তি পান।
০৯। মূসা (আঃ) আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে।
১০। ফেরাউন কে পানিতে ডুবিয়ে মারা হয়।
১১। ইসা (আঃ) কে আসমানে তুলে নেয়া হয়।
১২। ইমাম হোসেন (রাঃ) কারবালার প্রন্তরে শহীদ হন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
১২টির মধ্যে ২টি সঠিক বলে কোরআন ও হাদিস থেকে জানা যায়।
বাকি ১০টি মানুষের বানানো।
কোরআনে নেই, নবীও বলেন নি। তাহলে আপনি পেলেন কোথা থেকে?

২| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০০

আরোগ্য বলেছেন: রেফারেন্স প্লিজ!

৩| ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪০

কামাল৮০ বলেছেন: “সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে।” রবি ঠাকুর

৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:২২

রানার ব্লগ বলেছেন: কেউ তো বলে সব মিথ্যা।

৫| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৬

বিটপি বলেছেন: @মরুভূমির জলদস্যু, কোন আয়াতে/হাদীসে বলা আছে যে ঐ দুই ঘটনা ১০ মহররমে ঘটেছিল? সেটা সম্ভব কিভাবে? হিজরি সালের গণনা শুরুই তো হয় নবীজি (স) এর হিজরত থেকে। তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে, এর আগের সব ঘটনা ১০ মহর্মে ঘটেছিল - এই তথ্য ভুয়া।

৬| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫০

রেজাউল৯০ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.