নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাড়ি

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৩



নিজের বাড়িতে খুব শান্তি। পরের বাড়িতে তেমন শান্তি নাই। অনেকে ঢাকা শহরে ভাড়া থাকে। সেই ভাড়াটিয়ারা ভাড়া বাড়ি তেমন উপভোগ করেন না, যেমন টি নিজের ভাড়িতে করেন। নিজের বাড়িতে সবাই প্রশান্তি অনুভব করেন।

নানা বাড়ি, দাদা বাড়ি, শ্বশুর বাড়ি (শ্বশুড় বাড়ি ছেলেদের ক্ষেত্রে) কিছু দিন থাকলে আদর মিলে ঠিক। কয়েক দিন পর ঠিকেই খোটা দিবে। নিজের বাড়িতে নিজের মত স্বাচ্ছন্দ্য আর কোথাও নেই।

প্রত্যেক ছেলের উচিৎ ১৮ বছর পর থেকে নিজের বাড়ি বানানোর জন্য প্রস্তুতি নেয়। এতে করে ঐ ছেলেরই সুবিধা।

যাই হউক। নিজের বাড়িতে সবাই সুখেই থাকুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫২

কামাল৮০ বলেছেন: সুন্দর বাড়ী বানিয়েছেন আপনি আপনি।
হাসন রাজা যে বলে
ভালা কইরা ঘর বানায়া———।

২| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরকম একটা বাড়ির শখ আছে আমার।
কিত টাকা লাগে এই বাড়িটি গড়তে?

৩| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯

ফুয়াদের বাপ বলেছেন: বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

– রজনীকান্ত সেন

যথার্থই-নিজের বাসা যেমনই হোক তা নিজের নিবাস। নিজের ঘুরে ঘুমানোর সুখ পরের ঘর স্বর্গসম হলেও সে সুখ মিলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.