নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একদেশে ছিলো এক বড়লোক ব্যাবসায়ী। তার মাসে কোটি কোটি টাকা ইনকাম। সেই ব্যাবসায়ীর ছিলো এক ছেলে ও এক স্ত্রী। কোন এক দুষ্ট ম্যানেজার সেই ব্যাবসায়ী ও তার স্ত্রী কে খুন করে। তখন নায়ক ছিলো পিচ্ছি। ভাগ্য ক্রমে নায়ক বেচে যায়। এবং নায়ক কবর ছুয়ে বলে “এই হত্যার প্রতিশোধ সে নিবেই।
নায়ক বড় হয়। সে এক কম্পনিকে ফ্যাক্টরি তে শ্রমিক হিসেবে কাজ পায়। সেই ফ্যাক্টরি মালিকের সাথে নায়কের প্রেম হয়। এই খবর পেয়ে ফ্যাক্টরির মালিক চৌধুরি সাহেব খুব রেগে যায়। এবং নায়ক কে বলে কত টাকা পেলে তার মেয়ে কে সে ভুলে যাবে? নায়ক জবাবে বলে “সে গরিব হতে পারে কিন্তু লোভী না। তার ভালোবাসা খুব পবিত্র।”
এই ফাকে সেই দুষ্টু ম্যানেজারের ছেলে নাইকা কে কিডন্যাপ করে। এই খব শুনে নায়ক ভিলেন কে পিটায়। ফাইট শেষে পুলিশ আছে। ফিল্মের শেষে জানতে পারে নায়ক বড়লোক। নায়ক তার হারানো সম্পত্তি ফিরে পায়। এবং নাইকা কে বিয়ে করে।
আমাদের দেশের ফিল্মের ঘটনা গুলা এমনই। এখন আমাদের দেশে ফিল্মের কিছু কিছু টেইলারে দেখি নায়ক গাজ্ঞা খায়, বন্দুকের বাহাদুরি দেখায়, গ্যাং স্টারের রাজা ইত্যাদি ইত্যাদি।
এসব সিনেমা থেকে ঐ চৌধুরি সাহেব মার্কা ফিল্ম অনেক ভালো।
২| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: এইবার ট্রান্সলেশন করেন, নায়ক সকল ভিলেনকে পিটুনি দেওয়ার পর পুলিশ এসে ভিলেনদের গ্রেফতার করিলো!
৩| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২
জ্যাক স্মিথ বলেছেন: আস্ত একটা গান্ডু, আব্দুল জলিলকে দেখলে আমার ডাকাত ডাকাত মনে হয়।
আব্দুল জলিলের এই কার্টুন করতে ১০০ নয় মাত্র ৪ কোটি টাকা খরচ হয়েছে।
ইদানিং হিরো আলম ও ছবি করা শুরু করছে, ভাবছি সেফুদার ছবি মুক্তি পাবে কবে?
এসব কি শুরু হইছে আজ বাংলার চলচিত্র জগতে!!
৪| ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
গাজ্ঞা টা কি জিনিস গুরু?
সেই ফ্যাক্টরি মালিকের সাথে নায়কের প্রেম হয়। এই খবর পেয়ে ফ্যাক্টরির মালিক চৌধুরি সাহেব খুব রেগে যায়।
শেষ পর্যন্ত চৌধুরি সাহেবের সাথে নায়কের প্রেম!!
পারেনও আপনে।
রিয়ার কি খবর এখন?
৫| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮
ঢিসুম বলেছেন: কিছু ডায়ালগঃ
১। রাজু ভাই, শিকদারের লোক আইসা প্রিয়ারে ধইরা লয়া গেছে। কি? শিকদা...............র !
২। এই তোর বাবার খুনী। প্রতিশোধ নে!
৩। হে হে হে! আমিই তোর বাবাকে মেরেছি, তোর মা'কে আমি ......... করেছি। এবার বুঝে নে তুই কে?
৪। খবরদার! আইন নিজের হাতে তুলে নেবেন না।
৫। এই নে তোর ফিবটি, আর এইটা আমার ফিবটি।
৬। তুমি জ্বালিয়ে পুড়িয়ে আমার হৃদয়ের কি অবস্থা করেছ দেখতে চাও? এই দেখ!
৬| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার লেখাটিও অন্ধ জইল্যার মতো!
৭| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৫
রেজাউল৮৮ বলেছেন: আপনার লিখার হাতটি বড় সোন্দর। ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লিখে দেখতে পারেন।
৮| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:০১
রেজাউল৮৮ বলেছেন: @ জলদস্যু- কবিগুরু দুখুমিয়া বলেছেন প্রেম চেনেনা ঋষি চন্ডাল পীর মদন সৈয়দ নারী পুরুষ চৌধুরী অচৌধুরী।
ফ্যাক্টরির মালিক চৌধুরী সাহেবের সাথে নায়কের প্রেম চরম হইছে একেবারে পোস্ট মর্ডান প্রেমের চূড়ান্ত পরাকাষ্ঠা।
তরকারি ছারকে দিয়ে অবশ্যই হবে, না হলে উনি কি তিন দিনে প্রথম পাতায় স্থান করে নিতে পারতেন?
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৩
শাহ আজিজ বলেছেন: ১০০ কোটির সুরাহা এখনো হয়নি । এটা নিয়ে আরেক সিনেমা হতে পারে ।