নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি এই পযর্ন্ত ১০ থেকে ১২ টি সরকারি চাকরিতে এপ্লাই করেছি। সেগুলোর মধ্যে বাংলা, ইংরেজী, গণিত এবং সাধারন জ্ঞান থেকে প্রশ্ন এসেছে। তাও আবার ক্লাস নাইন বা টেইন থেকে।
রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং, দর্শন, বোটানী, প্রাণি বিজ্ঞান অথাৎ যে সব বিষয় থেকে অনার্স বা মাষ্টার্স করানো হয় সে সকল বিষয় থেকে কোন প্রশ্নই আসে নি। সে ক্ষেত্রে বাংলা বিষয়, ইংরেজী বিষয় এ অনার্স করলেই কি? আবার হিসাববিজ্ঞান থেকে অনার্স করলেই কি?
যে ভাই এই প্রশ্ন করেছেন তার মনে হয় চাকরির বাজার সম্পর্কে কোন ধারনা নাই। সরকারি চাকরি পেতে হলে নাইন টেইন এর বাংলা ইংরেজী গণিত এর উপর বিশেষ দক্ষতা থাকা লাগে।
আর বেসরকারি কম্পনি তে ম্যানেজার, হিসাবরক্ষক পদে আবেদন করার ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা হিসাববিজ্ঞান অনার্স করার পাশাপাশি দক্ষতা থাকে লাগে। সেই দক্ষতা বাঙ্গালীদের মনে পয়দা হয় নি। যার কারনে বিদেশ থেকে হিসাবরক্ষক, মেনেজার ভারা করে আনা লাগে।
=======================================================================
তাছাড়া আমরা আমাদের ছেলেমেয়েদের কিন্ডারগার্ডেনে দেই কেন? যাতে বেশী শিখতে পরে। একটু স্মার্ট হয়। এখন কিন্ডারগার্ডেনে যা শিখানো হয় তা যদি ভুলে যাই তাহলে কিন্ডারগার্ডেনে পড়াইয়া কি লাভ। আর বিদেশ থেকে হিসাবরক্ষক, মেনেজার ভারা করে আনা লাগে তাহলে সরকারি প্রথমিক বিদ্যালয় আর কিন্ডারর্গান্ডেন এর মধ্যে কোন পাথ্যর্ক দেখি না।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪১
নাহল তরকারি বলেছেন: এখন আমার একটি দোকান আছে। একটি কন্সট্রাক সাইডে চাকরি করতাম।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালো রেজাল্ট ও ভালো মেধা থাকলে সাবজেক্ট কোন ফ্যাক্ট নয়। সরকারি চাকরিতে দুর্নীতি হয়ে ঠিক আছে কিন্তু এখনো টাকা ছাড়া লোক ছাড়া চাকরি হয় ।
আমার নিজের সহ আমার দেখা কয়েকজনের এমনি (লভিং ও টাকা ছাড়া)সরকারি চাকরি হয়েছে । তাই আমি জোর দিয়ে বলতে পারি আপনি মেধা তালিকায় প্রথম দিকে থাকলে এমনিতেই চাকরি হয়ে যাবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪২
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪২
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫
অঙ্গনা বলেছেন: ইনফিউচারে যে কোন কারিগরি শিক্ষা সবচেয়ে কাজে দিবে জব এর ক্ষেত্রে।
পলিটেকনিক থেকে ডিপ্লোমা মানে যেসব কাজ আপনি বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬
অপু তানভীর বলেছেন: টেকনিক্যাল পদ গুলো বাদ দিয়ে এদেশে যে কোন সাবজেক্টে পড়ে যে কোন চাকরি পাওয়া যায় । চাকরির পড়া আর একাডেমিক পড়া এক না ।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৬
সোনালি কাবিন বলেছেন: শিক্ষকতা পেশা বাদে অন্যগুলিতে বিষয়টা কঠিন বটে
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৩
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ব্লগেই পড়া কৌতুক। সত্য কোন ঘটনা নয়। কৌতুকের বিষয় বস্তুর সাথে লেখার কিছুটা মিল আছে বলেই দিচ্ছি।
এক ছেলে চাকরী পাচ্ছেন না চাকরী পাচ্ছেন না করতে করতে একজনের সামনে পড়লেন। তিনি একটা প্রাইভেট চিড়িয়াখানা পরিচালনা করেন। ভদ্রলোক বেকার ছেলেটিকে একটি চাকরীর অফার দিলেন। চাকরীটা হচ্ছে সিংহের কসটিউম পরে সিংহের খাঁচায় সিংহ সেজে মানুষকে বিনোদন দিতে হবে।
ছেলেটা আমতা আমতা করে রাজি হয়ে গেলো। জয়েনিং এর দিন কসটিউম পরে খাঁচার সামনে হাজির হতেই দেখে খাঁচায় আগে থেকে একটা সিংহ আছে। সে তো ঢুকবে না; সবাই তাকে জোর করে ঢুকিয়ে দিলো। বেচারা ভয়ে কাঠ হয়ে এক কোনায় দাড়িয়ে রইলো।
ওদিকে অপর সিংহটি ধীরে ধীরে লেজ নাড়াতে নাড়াতে ছেলেটির দিকে এগিয়ে আসলো। ছেলেটির তো ভয়ে হিসু হয়ে যায় যায় অবস্থা। এই মধ্যেই সেই সিংহটি আস্তে করে বলে উঠলো, ভাই, চিন্তা করবেন না; আমিও বাংলায় অনার্স!
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০২
বিটপি বলেছেন: চাকরি করতে হলে অনার্সও করা লাগেনা। কেবল শেখার আগ্রহ আর কৌতুহল থাকতে হয়। আর থাকতে হয় প্রতিজ্ঞা - বড় কিছু করার।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই দেশে বিদেশ থেকে একাউন্টেন্ট আনা লাগে ? অধিকাংশ তো দেখছি দেশি মানুষই একাউন্টিংয়ের কাজ করছে । আর এর মধ্যে সিএ সিসিই বেশি । আর দক্ষতার কথা বলছেন তা আজকাল অনেকেই নিচ্ছে । আর আরেকটি কথা আপনি কী ফ্রিল্যান্স লিখেছেন ফিন্যান্সের বদলে ???
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪০
নাহল তরকারি বলেছেন: ঐ যে ফিন্যান্স। ব্যাংকে চাকরি করতে যে সাবজেক্ট লাগে।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম যে মন্তব্যটা দেখা যাচ্ছে সেটি ঠিক আছে।
আপনি কয়টি চাকরি পাইছেন? এখন কি করেন?