নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

তথ্য প্রযুক্তিতে আমরা কিছুটা মূর্খ

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১



Image File: Jpg, Gif, pgn
Video File: mp4, 3gp
Audio: mp3

এগুলো হচ্ছে ফাইলের শ্রেনী বিভাগ। যেমন jpg বললেই আমি বুঝে নিবো এটা কোন একটি ছবি। mp4 বললে বুঝবো এটা কোন ভিডিও ফাইল।

এখন। আমি কম্পিউটারে যে পরিমান দক্ষ এই পরিমান দক্ষতা আমার কোন সহপাঠীর নাই। অনেকদিন আগে আমি আমার এক বন্ধু কে বলেছিলাম পরীক্ষার রুটিন টি পাঠাতে। সে কি করছে জানেন? সে রুটিনের স্কিন শর্ট দিয়ে আমারে ম্যাসেজ্ঞারে পাঠাইছে।

এখন এই স্কিন শর্ট ফাইলটি জুম করলে স্পষ্ট বুঝা যায় নাই। তাই আমাকে বাধ্য হয়ে কলেজে গিয়ে কেরানীর কাছ থেকে প্রিন্ট করা আনা লাগছে।

এখন ঐ বন্ধু যদি প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকিলে সে আমাকে ঐ পিডিএফ ফাইল কি ইমেইল করে পাঠাতে পারতো।

আর অনেকে আছে যে পাওয়ার পয়েন্ট এর কাজ জানে না। অনেকে আছে ই-মেইল করতে পারে না। আমি একজন কে জ্ঞিগাসা করেছিলাম “তুমার কি ইমেইল আছে” সে উত্তর দিলো আমার ইমেইল নাই। আমার জিমেইল আছে। ব্যাপার টা এমন হয়েছে আমি আমি ঢাকায় থাকি না, আমি গুলিস্থান থাকি।

অনেকদিন আগে একজন কে Whats app এ একটি পিডিএফ ফাইল পাঠাই। সে এই পিডিএফ ফাইল গ্যালারি তে খুজতে থাকে। তাহলে বুঝেন কত বড় চালাক, এই পোলায়।

প্রযুক্তিতে এত মূর্খ বাঙ্গালীরা, যা বলে বুঝানো যাবে না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম্পিউটার এবং মোবাইল দুই জায়গাতেই কাজ করার বেসিক জ্ঞান থাকতে হবে। কিন্তু আমাদের দেশে বেশীরভাগ মোবাইলে দক্ষ, কিন্তু কম্পিউটারে এখনও গুগলে গিয়ে এড্রেস লিখে ওয়েবসাইটে যায়...

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩২

নতুন বলেছেন: বর্তমানে অনেকেই ফেসবুকে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চায়।

এরা এই জিনিস গুগুলেই সার্চ দিলেই খুজে পাবে সেটা জানে না। :(

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বোঝা যাচ্ছে আপনি কম্পিউটারে অনেক দক্ষ কিন্তু
কোন কিছু লিখতে অদক্ষ; সব গুবলেট করে ফেলেন"

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার মনে হয় এইখানে আমরা সবার থেকে শিখে , সবার থেকে দেখে সবাই হতে চাইছি বলেই আমাদের এই অবস্থা এটাকে মূর্খতা বলাটা ঠিক মনে হচ্ছে না ‍!!!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: আসলেই। বাংলার মানুষ কিছু পারে না। কিছু বুঝে না।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাহল তরকারীর তালতো ভাই ইমরোজ সাব
ঠিক বলেছেন; তালি

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ইমরোজ তরকারির প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের ফিরিস্তি দেখে আমি চমৎকৃত হইলাম।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের বিষয়বস্তু এভাবে লিখলে পোস্টটা সুন্দর হতো :

ইমেজ ফরম্যাট কী কী, কোন কোন ডিভাইসে, কী কী কাজে ইউস করা হয়।
অডিও ফরম্যাট কী কী, কোন কোন ডিভাইসে কী কী ফরম্যাট কাজে লাগে। কোনটার গুরুত্ব কতখানি?
ভিডিও ফরম্যাটগুলো কী কী? -- উপরের মতো।

এরপর লিখতে পারেন, ভাইবার, ওয়াটসঅ্যাপ (উচ্চারণ 'হোয়াটসআপ' না), ইমো, ইত্যাদি গুগল প্লে-স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে ডিভাইসে ইন্সটল করতে হয়; ওগুলোর ব্যবহার কী কী।

পিডিএফ কীজন্য করা হয়? ইত্যাদি।

কোনো পোস্ট লেখার আগে টার্গেট গ্রুপ বিবেচনা করবেন - কাদের জন্য পোস্টটা লিখছেন। আপনার এ পোস্ট থেকে ব্লগারগণ কতখানি উপকৃত হয়েছেন বলে আপনি মনে করেন? সহপাঠীরা আপনার সমপর্যায়ের না, এ ধরনের কথা না লেখাই ভালো।

আর অতি অবশ্যই টেকি পোস্টে ভালো টেকনিক্যাল নলেজ নিয়ে পোস্ট লিখতে হবে।

আপনার কাছে প্রশ্ন : আপনার মোবাইলে কী কী ফরম্যাটে অডিও সাউন্ড রেকর্ড করা যায়? ভিডিও আউটপুট কোন ফরম্যাটে হয়? ইউটিউবে আপলোডের জন্য কোন ফরম্যাট সবচাইতে উপযুক্ত। এগুলোর উত্তর যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ভালো মানের টেকি ব্লগার। জানা না থাকলে জানার চেষ্টা করুন, একদিন আপনিও হবে ব্লগার নাফিস ইফতেখার, গালিবের মতো টেকি এক্সপার্ট।

শুভ কামনা আপনার জন্য।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৬

কবিতা ক্থ্য বলেছেন: আমিও ভাই তথ্য- প্রযুক্তিতে দুর্বল।
এই বয়সে এসে যে কিছু শিখবো- তাতেও লজজা লাগে।
এই কারনে মন চাইলেও ব্লগে লিখতে পারিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.