নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ঐশী মতবাদ

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

রাষ্ট্র উৎপত্তি নিয়ে অনেক মতবাদ আছে। তার মধ্যে ঐশী মতবাদ অন্যতম। সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার হলেন এই মতবাদের প্রচারক।


এই মতবাদ খুবই পুরাতন। এই মতবাদ এর বলা হয় বিধাতা বা সৃষ্টিকর্তা রাষ্ট্র সৃষ্টি করেছেন। এবং রাষ্ট্র পরিচালনার জন্য সৃষ্টিকর্তা শাসক নিয়োগ করেছেন। শাসক তাঁর প্রতিনিধি এবং তার কাজের জন্য তিনি সৃষ্টি কর্তার নিটক দায়ী। শাসক যেহেতু সৃষ্টি কর্তার নির্দেশে কাজ করে, সেহেতু তার কথা অমান্য করা মানে সৃষ্টিকর্তার কথা অমান্য করা। মহানবী (সাঃ) যখন মক্কাতে জন্ম গ্রহন করেন তখন আরব কোন সার্বোভৌম রাষ্ট্র ছিলো না। আল্লাহর ইচ্ছায় মক্কা কে রাজধানী করে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। মহানবী ছিলেন সেই রাষ্ট্রের প্রথম সরকার প্রধান।

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এই মতবাদ কে বিপদজনক বলে আখ্যায়িত করেছেন। যেহেতু শাসক সৃষ্টিকর্তার নিকট দায়ী তাই তিনি জনগণের নিকট জবাবহিদী করে না। তাই শাসক স্বৈরশাসন সৃষ্টি হয়। নবী (সাঃ) এর মৃত্যুর পর চার খলিফা জনগণের সুবিধা মত রাষ্ট্র পরিচালনা করে। পরে যখন ইয়াজিদ যখন মক্কাতে রাজতন্ত্র শুরু করে তখনই সমস্যা/স্বৈরশাসন শুরু হতে থাকে। এই ইয়াজিদ এর ষড়যন্ত্রে নবী(সাঃ) এর নাতী হাসান এবং হোসেন নিহত হয়।

তথ্য সূত্র:
পৌরনীতি ও নাগরিকতা। নবম দশম শ্রেণি।
Wikipedia.
বিভিন্ন ধর্মগ্রন্থ।


নাহল ইমরোজ
রাষ্ট্রবিজ্ঞান(অনার্স), (মাষ্টার্স)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি ৯ম শ্রেনীর বই থেকে লিখছেন, আমরা কি ৯ম শ্রেনীর ছাত্রদের মতো পাঠক? এই কি অবস্হা আপনার? আপনাকে জাতী কোন কাজে লাগাবে?

২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৩২

নাহল তরকারি বলেছেন: কিছু কিছু বেসিক জিনিস সব সব বই তে এক। অনার্স এ এই ঐশী মতবাদ নিয়ে পড়েছিলাম। এই মুহুর্তে অনার্স এর সেই নেই, তাই অনার্স এর সেই বই এর রেফারেন্স দিতে পারছি না। তাই আমি দুঃখিত।

২| ২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

অনল চৌধুরী বলেছেন: নবম শ্রেণীর বইতে এসব লেখা নাই্।
বিএ / বিএসএস এর জন্য লেখা ড: এমাজউদ্দিনের রাষ্ট্রবিজ্ঞানের কথা বইয়ে ১৯৯৫ সালে রাষ্ট্র সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন মতবাদের কথা প্রথম পড়েছিলাম।
তার বইয়ে তিনি নিরপেক্ষ। কিন্ত জনসভায় জিয়া-তারেকের অন্ধ অনুগত এবং একটা বড় দুর্নীতিবাজ।
তবে লক-হবস এবং রুশোর সতবাদ বেশী গ্রহণযোগ্য।

২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৩

নাহল তরকারি বলেছেন: ও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.