নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

পা ধরে মাফ চাওয়া

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৪

২০২০ সালের সেপ্টেম্বর মাসে আমি ঢাকায় ফার্মগেট এর একটি মেসে উঠি। আর একটি শর্টহ্যান্ড কোর্সে ভর্তি হই। আমাদের যে শিক্ষক শর্টহ্যান্ড শিখাতেন, উনি সরকারি চাকরি করতেন। অফিস শেষ করে কোচিং সেন্টারে আসতেন। আর আমাদের শর্ট হ্যান্ড শিখাতেন।

উনার দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা তে। যাই হউক। উনার একটি ভাগনি ছিলো। নাম বলবো না। ঐ ভাগনি ছিলো খুব অহংকারী। আর সে বেশী কথা বলবো। আমার আবার বাচাল লোক পছন্দ না। আর ঐ বাচাল মেয়ে আমার আমার পেছনে লেগে থাকতো। “আপনার এটা ভুল হয়েছে। এটা কেন করেছেন? এই করছেন। ঐ করেছেন” ইত্যাদি ইত্যাদি। সে ছিলো স্যারের ভাগনি। তাই সে একটু ক্ষমতা দেখাতো।

ক্লাসে একজন হিন্দু ছাত্র ছিলো। সে গণিতে ভালো ছিলো। ঐ হিন্দু ছাত্র আর ভাগনি মিলে পুরা ক্লাস কে যন্ত্রণার মধ্যে রাখতো। যার মধ্যে নূন্যতম আত্নসম্মান বোধ থাকবে, সে ঐ খানে থাকতে পারবে না।

এখন আসল ঘটনাতে আসি। ফেসবুকে দেখলাম কোন মেয়ে নাকি জর্জের মেয়ে। সে ঝাড়ু দিবে না। ঝাড়ু দিতে তার ইগো তে লাগে। ফেসবুকে তার বন্ধুদের অপমান মূলক পোস্ট করেছে। শুধু তাই না। জর্জও নাকি ক্ষমতার অপব্যাবহার করে একজন অভিবাবক কে পা ধরিয়া ক্ষমা ধরিয়েছে।

সেই জর্জ আর জর্জ এর মেয়ের কান্ড কারখানা দেখে আমার ঐ ভাগনির কথা মনে পড়লো।

ভাগনি মানে বোনের মেয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অহঙ্কারী মেয়েটা আপনাকে ভালোবাসত, অথচ আপনি বুঝতে পারেননি। তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি কাজী নজরুলের এই গানটা আগে শুনলে বুঝতেন।

২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৩

নাহল তরকারি বলেছেন: মেয়েদের ভালোবাসা দরকার নাই। আমার উচিত শিক্ষা হয়েছে।

২| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: যাদের হাতে প্রচুর ক্ষমতা আছে। অথচ ক্ষমতা দেখায় না। তারাই আসল মানুষ।

২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০৯

রানার ব্লগ বলেছেন: সেই জজ তার বিচারিক ক্ষমতা হারিয়েছেন

২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৪

নাহল তরকারি বলেছেন: জ্বি। সেই জর্জ তার বিচারিক ক্ষমতা হারিয়েছেন।

৪| ২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: @ রূপক বিধৌত সাধু যে কথা বলেছেন আপনার পোস্ট পড়ে আমার ঠিক সেটাই মনে হয়েছে।আপনি যে শুধু ভাগ্নির দশ্যিপনা দেখে গেছেন।আরে ও যে নিত্যনতুন দস্যিপনার জন্য চিন্তা করে গেছে তা তো শুধু আপনারি জন্যেই :)

২৪ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৫

নাহল তরকারি বলেছেন: আল্লাহ ভালো জানেন।

৫| ২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ব্লগারদের কমেন্ট পড়ে আপনি যে ভাবে নমনীয় হচ্ছেন! আবার না গিয়ে ফুল নিবেদন করেন। সাবধান ভাই, জীবন ফালা ফালা হয়ে যাবে!

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৭

নাহল তরকারি বলেছেন: তারা তো আমার ভালর জন্যই বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.