নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাংলার বাজারে আগুন।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৬

আমার একটি ফার্মেসী দোকান দেওয়ার চেষ্টা করছি। ফার্মেসী কোর্স করার জন্য ঢাকাতে অবস্থান করছি। এখনো ফার্মেসী কোর্সে ভর্তি হয় নি। আমি মামার পরিচিত এক ঔষুধের দোকানে টাইম পাস করি। সেখানে যেতে আসতে আমার যাতায়াত ভাড়া প্রায় ১০০ টাকা লাগে।

বাসায় একা থাকি। নিজে রান্না করে খাই। নিজে বাজার করি। মাছ খাচ্ছিনা রোজা আসার পর থেকে। শুধু সবজির খিচুরী খাচ্ছি। মাজে মাজে বাজার থেকে ইফতারি আনি। বাজারে সব মিলিয়ে ৩০০ টাকা মিনিমাম যায়। মোট ৪০০ টাকা। মাসে কমপক্ষে বাজারে আর যাতায়াতে ৪৮০০ টাকা যাচ্ছে।

গ্যাস সিলিন্ডার এখন মনে হয় ২০০০ টাকা। একা থাকি। কারেন্ট এর প্রিপেইড মিটার। কারেন্ট এর মিটারে ৫০০ টাকা হলে কোনমতে মাস চলে। ওয়াই-ফাই বিল দিলাম আজ ৫০০। ময়লার বিল ২০০। এখানে ৩২০০।

হুইল পাউডার, হারপিক, ডিস ওয়াস সাবান, শরীলের সাবান। এখানে ধরেন ৫০০। মোট ৮০০০ টাকা লাগে। বাসা ভাড়া বাদে।


সারা পৃথিবীকে ডলার এর পরিবর্তে যদি স্বর্ণের কয়েন চলতো..... তাহলে মনে হয় বাংলার এই বাজারে সব কিছুর উর্ধ্বগতি হতো না। এখন সময় এসেছে ডলার কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অন্য কারেন্সি তে আপাদত কাজ চালানোর। আমার মুখের কথাতে তো দেশ চলে না। আমি শুধু চিন্তা করতে পারি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫২

জ্যাক স্মিথ বলেছেন: কষ্ট করে কোর্সটা শেষ করে ফর্মেসী দিয়ে ফেলুন, তখন শুধে আসলে সব উসূল হয়ে যাবে। আর ক্লিনিক ব্যবসার সাথে জড়িত হতে পারলে তো কোন কথাই নেই তখন ঢাকা শহরে দুই চরাটা বাড়ির মালিক বনে যেতে পারবেন।

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫

নাহল তরকারি বলেছেন: ঠিক আছে..।

২| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: সব কিছুর দাম বেড়েছে । বানিজ্য মন্ত্রীই একমাত্র আল আমিন বাকি আমরা মিথ্যাবাদি ।

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

নাহল তরকারি বলেছেন: ক্ষমতাবানরা যা বলে.... সেটািই সত্যি কথা।

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯

ডার্ক ম্যান বলেছেন: আপনি পাশাপাশি আইটি রিলেটেড কোনো একটা কোর্স করুন। হতে পারে ডিজিটাল মার্কেটিং / গ্রাফিকস ডিজাইন

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

নাহল তরকারি বলেছেন: জ্বি ভাই। অবশ্যই করবো।

৪| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: শুনেছি ফার্মেসীর ব্যবসা খুব ভালো ব্যবসা। ঠিকঠাক করতে পারলে অনেক লাভ।

০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৪

রানার ব্লগ বলেছেন: ফার্মেসি জমাতে পারলে লালে লাল হয়ে যাবেন।

০২ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

নাহল তরকারি বলেছেন: চেষ্টা করবো।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার মন্তব্যটা তরকারি সাহেবের কেনো পছন্দ হলো না? কেনো মুছে দিলেন তরকারি সাহেব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.