নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা। সোসাল মিডিয়া কমিটি

০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৭



আমি ব্যাচেলার মানুষ। আমি ১ম রোযা নানী বাড়িতে করি। খালার বাসা থেকে ইফতারি করে এসে নানীর বাড়ি যাই। খালার বাসা থেকে নানী বাড়ি বেশী দূর না। এই গ্রাম টু ঐ গ্রাম। রাস্তার মাঝখানে আকাশের দিকে তাকাই। দেখি চাদেঁর নিচে কি যেন বিন্দু দেখা যায়। আমি অনুমান করেছিলাম ঐ বিন্দু টি শুক্রগ্রহ হবে। আমার ধারনা, সঠিক হয়েছে, যখন দেখলাম এইটা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে।


চাঁদের নিচে এই শুক্রগ্রহের দেখতে পাওয়া ছিলো একটি প্রাকৃতিক ঘটনা। এই ঘটনা নিয়ে অনেক কন্সপেরেন্সি থিউরি সোসাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে সোসাল মিডিয়া পরিচালনাকারীরা এক একজন হয়ে গেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার বৈজ্ঞানিক কর্মকর্ত। তারা তাদের ফেসবুক ল্যাবলেটরিতে মহাকাশ নিয়ে গবেষণা করে দেখেছে যে, আজ ১৫ ই রমজান বিকট আওয়াজ হবে। আওয়াজের ঠেলায় কেউ বধির হয়ে যাবে। কেউ অজ্ঞান হয়ে যাবে।

কই? কোন বিকট শব্দ তো আসলো না। এখন দুপুর ১২টা বাজে। দিন তো শেষ হয়ে যায় নি। দেখি.....। বাংলার বৈজ্ঞানিক এর গবেষণার কত পাওয়ার।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: এগুলো সব ভুয়া কথা।
ভূয়া হাদীস।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০

জ্যাক স্মিথ বলেছেন: "সোশ্যাল মিডিয়া মহাকাশ গবেষণা সংস্থা বাংলাদেশ" নামে একটা পেজ খুলতে হবে। :P
লক্ষণীয় বিষয় হচ্ছে, এসব গুজবের পিছনে কোন না কোন ভাবে ধর্মীয় বিষয় যুক্ত থাকে যেমন, আয়াত, হাদিস, অথবা বিখ্যাত কোন গুরুর বাণী ইত্যাদি।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। কারো না কারো এগিয়ে আসতে হবে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪০

রানার ব্লগ বলেছেন: এই সব টুইরা মোল্লারাই ধর্মের ক্ষতি করে।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার সামুতে ব্লগিং জীবনের শ্রেষ্ঠ ব্লগ লিখেছেন এটি।

০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুক বিজ্ঞানীরা এখন গর্তে।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.