নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমার রোযার ঈদের ট্রেন ভ্রমন।

০৪ ঠা মে, ২০২৩ বিকাল ৪:৪৯

এই ঈদে খুব আরাম করে গাইবান্ধা গিয়েছি। আবার খুব আরাম করে ঢাকায় ফিরেছি। কোন ভীড় হয় নি। ভীড়ের জন্য ট্রেনে ওঠতে আর নামতে কোন অনুবিধা হয় নি।

এই কয়েকদিনে রেলের লাভ ৬ কোটি ৭১ লাখ। এটা কয়েকদিনের হিসাব। সম্পর্ন্ন বছরের না।


ট্রেনের টিকেট সমস্যা সেই বহু পুরাতন। এবার ১০০% টিকেট অনলাইনে করেছে। যার কারনে সার্ভারে চাপ পড়েছে। আমাদের টিকেট পেতে খুব সমস্যা হয়েছিলো। এই সমস্যাতে ঘি দিয়েছিলো একটা ফ্যাক্ট। গাইবান্ধা থেকে ঢাকার জন্য টিকেট লাগবে মনে করেন ১০০ টা। রেল গাইবান্ধার জন্য ৪ টা টিকেট সর্বরাহ করে। বাকি ৯৬ জন্য টিকেট কাটতে ফেইল। টিকেটের চাহিদা ৯৭। আর সরকার সাপ্লাই দিচ্ছে ১০৪। তাহলে অনলাইনে টিকেট প্রপত্যা নিয়ে কোন অসুবিধা হতো না। ১৪ তারিখের জন্য টিকেট আছে ১১৫০৪৫ টি। আর টিকেট কাটার জন্য ওদের সার্ভাবে 1332775 জন লোক ওদের এপ এবং ওয়েব সাইডে লগিং করেছেন। তাহলে বুঝেন, চাহিদা অনুযায়ী যোগানের কত তফাৎ। আর আমি সব সময় ৮ টা ৪ মিনিটের মধ্যে ঢাকা যাওয়ার ট্রেনের টিকেট শেষ হয়ে যেতো। তার মধ্যে আসনবিহীন টিকেট অনেকে নেয়। সেই হিসেবে ট্রেনের লাভ হবার কথা। অপ ব্যায় কমাতে হবে।

দেশের জনসংখ্যার অনুপাতে ট্রেনের আসন, লোকবল, ট্রেনের লাইন, স্টেশন এর সংখ্যা, সব বাড়ানো দরকার। তবে রেল ওয়েকে ধন্যবাদ দিবো যে এবার ঈদে রেল স্টেশনে তেমন ভীড় হয় নাই। আর টিকেট ক্রয় করতে যে জাতীয় পরিচয় পত্রের সিস্টেমটাও সুন্দর। এখন আর কেউ “বুশ” “ওবামা” “বিল ক্লিনটন” নাম দিয়ে ফেইক আইডি খুলতে পারবে না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের রেলওয়ে চেষ্টা করেছে সেবা দিতে। কিন্তু ভারতের রেলের সেবা আমাদের চেয়ে অনেক ভালো। ওদেরকে অনুসরণ করা যেতে পারে।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:১৬

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন: অনলাইনে সবাই মিলে একসাথে ঢুকে পড়লে এমন সমস্যা হবেই।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:১৮

নাহল তরকারি বলেছেন: আপনি যেটা বলেছেন যেটা ট্যাকনিক্যালি সঠিক। বর্তমানে জনসংখ্যার আয়তন ও চাহিদা অনুযায়ী অনুযায়ী কি রেল আসন টিকেট ও আসন দিতে পারছে কি?

৩| ০৫ ই মে, ২০২৩ রাত ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভারতেও রেলের টিকেট অনেক আগে থেকেই কেটে রাখতে হয়। বাংলাদেশ রেলওয়ের উচিত পাঁচ দিন আগের বদলে এক মাস আগে থেকে রেলের টিকেট কাটার সুবিধা যুক্ত করা। তাহলে সার্ভারের এই চাপ কিছুটা হলেও কমবে। ৮০% অগ্রিম আর ২০% ভারতের মতো ততকাল সিস্টেমে অনলাইনে বিক্রি করা যেতে পারে।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:১৯

নাহল তরকারি বলেছেন: আপনি কথায় যুক্তি আছে। তবে দেশে রেল এর কোচ বাড়াতে হবে।

৪| ০৫ ই মে, ২০২৩ ভোর ৫:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: বানানটা আসলে "রোজা" হবে "রোযা" নয়। ধন্যবাদ।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:১৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই মে, ২০২৩ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: বেশ কয়েকটা বানান ভুল আছে।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:১৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০৫ ই মে, ২০২৩ বিকাল ৩:১৬

নজসু বলেছেন:


গাইবান্ধা কোথায়? আমি গাইবান্ধায় থাকি।

০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:২০

নাহল তরকারি বলেছেন: নতুন জেল খানার সামনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.