নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ইকরতাড়া গ্রাম, তিলকপুর ইউনিয়ন, নওগাঁ।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭


আমি আজ নওগাঁ জেলার সদর উপজেলার, তিলকপুর ইউনিয়ন এর ইকরতাড়া গ্রামে ঘুরতে গিয়েছিলাম। এটা খুব সুন্দর একটি গ্রাম। নিরিবিলি ছিমছাম এলাকা। গ্রামের ভিতরে যতই যাই, ততই ভালো লাগে। শহর থেকে দূরে। কোলাহল থেকে দূরে। এই গ্রামে ব্রডবেন্ড ইন্টারনেট প্রবেশ করেছে। দু একটি বাড়িতে রাউটারের সিগলান পেয়েছি। যাদের বাড়িতে রাউটারের সিগন্যাল পেয়েছি তাদের কোন সন্তান হয়তো বিদেশ থাকে। না হয় তাদের কোন সন্তান সরকারি চাকরি করে।



একবার চিন্তা করুন। আপনি বাজারের কোন এক মুদির দোকানদার। শীতের রাতে সাইকেল চারিয়ে এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছেন। আপনার স্ত্রী আপনার জন্য খিচুরী ও খাসির গোস্ত রান্না করেছেন। খেয়ে দেয়ে ঘুমালেন। যখন স্বামী স্ত্রী একসাথে শীতের রাতে একসাথে ঘুমালেন, তখন আপনার কেমন অনুভূতি হবে!! এ এক পবিত্র অনুভূতি।



এটি ছোট যমুনা নদী। এটার লোকেশন এটা 24.83833682230398, 88.93378277350939 । গুগল ম্যাপ এর লিংক এটা। এটি বাইপাস ব্রীজ নামে পরিচিত। ডিসি অফিস থেকে সর্বোচ্চ ৫০ টাকা রিক্সা ভাড়া। রিক্সা ওয়ালা মামা কে বললেই হবে আমি বাইপাস ব্রীজে যাবো। এই বাইপাস এলাকাটি নওগাঁ পৌরসভাতে পড়েছে। এখানে মানুষ আসে। বেড়াতে আসে। হয়তো তেমন নাম কড়া বেড়ানোর স্থান না। তবে অনেকে ঘুরতে আসে। সামনে ০৭-জানুয়ারি-২০২৪ সালে নির্বাচন। নির্বাচনের জন্যে হয়তো এখন লোক সমাগম কম।

এখানে ঘরতে এসে ভালো লাগতো।



আমি এমন একটি জমি খুজতেছি যেটান ডানপাশ ক জেলা। বাম পাশ খ জেলা। সোজা ভারত। এমন লোকেশন জানা থাকলে আমাকে জানাবেন।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪

মোগল সম্রাট বলেছেন:

নওগার নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা যাবার ইচ্ছা আছে। সারি সারি তালগাছ পথের দুই পাশে।

সময় পাচ্ছি না। তবে ইলেকশনের পর যাবার প্লান আছে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪০

নাহল তরকারি বলেছেন: আমার ঘুরাঘুরি করতে ভালো লাগে।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৭

আঁধারের যুবরাজ বলেছেন: সেই ৯৩/৯৪ এর দিকে গিয়েছিলাম নওগাঁর নিয়ামতপুরে। মাটির দোতালা ,তিনতলা বাড়ি ছিল তখন। কাঁচা রাস্তা ,একটি পাকা রাস্তা চোখে পড়েনি। বৃষ্টি হলে সে রাস্তায় চলাচল কঠিন হয়ে পরতো। সাদা মাটা সাধারণ জীবন। অনেক দূরে গ্রামের ছোট্ট হাট বা বাজার বসত। তেমন কিছু পাওয়া যেত না। সামান্য ছোট মাছ নিয়ে কেউ বসলে সেটাও অবস্থাপন্ন কেউ কিনে ফেলতো,অন্য কেউ কেনার আগেই। চারপাশ সব ছবির মতো সুন্দর ছিল।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪১

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

বিজন রয় বলেছেন: গ্রামীন চিত্র, গ্রামীন পরিবেশ. গ্রামীন প্রতিবেশ, গ্রামীন আবহ নিয়ে লেখা পেলে আমি খুব পুলকিত হয়ে উঠি। আপনার এই পোস্টি তেমন। তাছাড়া গত ৪দিন ধরে রাজশাহীর বাগমারা আর গাইবান্দার সাঘাটার গ্রামাঞ্চল ঘুরে এলাম।

এমন সময় আপনার এই পোস্ট। দারুন।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমার আব্বুর পোস্টিং গতবার গাইবান্ধতে ছিলো। গাইবান্ধা সুন্দর একটি জেলা। আমার আব্বু গাইবান্ধা থেকে নওগাঁ বদলী হয়েছে প্রায় তিন/চার মাস হয়।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

বিজন রয় বলেছেন: ইমরোজ কে?

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

নীলসাধু বলেছেন: আমি সবুজ-নদী-গ্রাম প্রিয় মানূষ।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৩

নাহল তরকারি বলেছেন: আমার নাম নাহল ইমরোজ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪

জ্যাক স্মিথ বলেছেন: গ্রাম আমার সবসময়ই ভালো লাগে কিন্তু গ্রামের মানুষগুলোকে না।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৩

নাহল তরকারি বলেছেন: গ্রামের মানুষ পরের বদনাম মসলা লাগিয়ে বলে।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮

জিকোব্লগ বলেছেন: সুন্দর

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

শ্রাবণধারা বলেছেন: বহুদুর থেকে আপনার এই গ্রাম, নদীর ছবিগুলো আমাকে ছুয়ে গেল।

আপনার এই ধরনের পোস্টগুলোই সবচেয়ে ভালো।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: আহা এমন আমারও মনে হয় যখন এমন মেঁঠোপথ দেখি.......

মন পাখিটা যায় রে উড়ে যায়

২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

কাছের-মানুষ বলেছেন: গ্রাম বাংলার ছবিগুলো সুন্দর হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আমার কাছে বাংলাদেশের সব গুলো গ্রাম দেখতে একই রকম লাগে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

নাহল তরকারি বলেছেন: তাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.