নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ভোট কারা দেয়?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

যে দেশে পার্লামেন্ট বা সংসদীয় গণতন্ত্র আছে সেই দেশের নাগরিক ভোট দেয়। নাগরিক আর দেশবাসী এক জিনিস না। সেটা অন্য আলাপে বলবো।

এখন ভোট দেয় কারা। সহজ কথায় ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ভোট দেয়। ১৮ বছরের নিচে কেউ ভোটার হতে পারে না। বিদেশী নাগরিক ভোটার হতে পারেনা। তবে বিদেশী মানুষকে নাগরিকত্ব দিলে সেটা অন্য হিসাব। দেশদ্রোহী, পাগল ও নাগরিকত্ব বাতিল হয়েছে এমন ব্যাক্তি ভোট দিতে পারেন না।

অনেকে ভোটর লিস্টে নাম থাকার পরেও ভোট দিতে পারেন না। শিক্ষক, পরিবার পরিকল্পনার অধিদপ্তর এর স্টাফ, পুলিশ, আর্মি, বিজিবি সহ আজ অনেক লোক নির্বাচনের ডিউটি করছেন। তাই তারা ভোট দিতে পারছেন না। এখন মনে করেন শরীকের বাড়ি কক্সবাজার। সে কুড়িগ্রাম জেলায় কোন এক ব্যাংকে চাকরি করেন। তার পক্ষে কি সম্ভব আজ ভোট দিয়ে আগামীকাল ভোট দেওয়া! এখন যদি ভোটের আগের দিন, ভোটের দিন, ও ভোটের পরের দিন যদি সরকারি ছুটি থাকে, তাহলে কক্সবাজারের শরীফ ভোট দিয়ে আবার রংপুরে ভোট দিতে পারেন। এমন কর্মজীবী মানুষ গ্রামে অনেক আছে। তাই কর্মজীবী লোকেরা ভোট দিতে পারেন না।

তাহলে বুঝলাম কিছু কিছু সরকারি কর্মচারী, ও কর্মজীবী মানুষেরা ভোট দিতে পারেন না।

এখন ভোট দেয় কারা?
আমাদের সাতকাহনিয়া গ্রামে মুরব্বি, বেকার যুবক, নেতার সাঙ্গ পাঙ্গরা সকাল সকাল ভোট দিয়ে আসেন। এলাকার দোকানদ্বারগণ এক ফাকে ভোট দিয়ে আসেন।

অনেক সময় দেখি ভোটের সময় রিক্সা, সিএনজি ও গাড়ি চলে না। যদি নির্বাচনে গাড়ি চলাচল ঠিক থাকে, তাহলে গর্ভবতি মহিলা, বৃদ্ধ মহিলা, অসুস্থ লোক ভোট দিতে পারতেন।

আমি আছি নওগাঁ তে। আমার আব্বু এখানে চাকরি করেন। আমি এখানে আসি ডিসেম্বর এর ৩ তারিখ। নিয়্যাত ছিলো আব্বু ছুটি পেলে
পরিবারের সবাই মিলে ভোট দিবো। ছুটি পাই নাই। তাই দেশের বাড়ি মুন্সীগঞ্জ যেতে পারি নি। খুব আপসোস লাগতাছে।


সব স্বামীরা তার স্ত্রী এর জন্য নিবেদিত প্রাণ। তারপরেও কিসের চাহিদায় স্ত্রীরা স্বামীর প্রতি বিরক্ত হয়, তাকে ডির্বোস দেয় সেটা আমার বোধগ্যম না। স্ত্রীকে ভালোবেসে একজন রাজা তার স্ত্রী কে রানী বানায়। একজন রানী কে ভালোবেসে তার স্বামী কে রানী বানায়? এতেই বুঝা যায়, কে কাকে কত ভালোবাসে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সে যাই হোক । স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে ভোট আপনার একটি প্রধান নাগরিক অধিকার ।
পাঁচ বছর পর আপনার সেই অধিকার প্রয়োগ করার সুযোগ এসেছে ।
তাই আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন।

০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, দেশের বাইরে প্রায় এক কোটির উপরে মানুষ বসবাস করেন । তাদের ভোট দেয়ার কোন সুযোগই রাখা হয় নাই ।
তাদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা ইচ্ছা করলেই রাখা সম্ভব ছিল।

এছাড়া যারা সরকারি কর্মচারী অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন । এরকম সরকারি কর্মচারী আছেন প্রায় নয় লাখের মতো ।
তাদের ভোটগুলিও নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি ।
তাদের ভোটগুলি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিয়ে রাখা যেত।
আফসোস।

০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







এই মাত্র আমি ভোট দিয়ে এলাম।

বড়ই আচানক ঘটনা।
বড়ই সৌন্দর্য।
বড়ই আরাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: এবার ভোট দিচ্ছে আওয়ামীলীগের কিছু পাতি নেতা আর তারা টাকা দিয়ে কিছু ভোট কিনেছে।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

আঁধারের যুবরাজ বলেছেন: ‘ঢাকা ১৮: ৪ কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১ শতাংশ’, ‘ঢাকা-১৩: ভোটকেন্দ্রে ডামি লাইন, খাওয়ানো হচ্ছে খিচুড়ি, আছে যাতায়াতের সুব্যবস্থাও’, ‘পুরান ঢাকার এক কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোটার হাতে গোনা’, ‘মুন্সিগঞ্জ-৩ আসনের এক কেন্দ্রে প্রথম আধঘণ্টায় নারী ভোট নেই’

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

নয়ন বড়ুয়া বলেছেন: দুঃখের কথা কী আর কমু!
দুইবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছি, দুইবারই দুর্বৃত্তরা ককটেল ফাটাই দিছে...
পরে, সেই কেন্দ্রই বন্ধ করে দিছে...

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ভোট দেইনি। এজন্য আমার কোনো আফসোসও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.