নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ইলেকট্রনিক ডিভাইসে বাংলা অক্ষর।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১


বাংলাদেশে নকিয়া ফোন প্রথম বাংলা ভাষায় প্রথম মোবাইল বাজারে ছাড়ে। সেটা সম্ভবত ২০০৫ বা ২০০৬ সালে। আমি ২০০৭ সালে নকিয়া ১৬০০ মডেল এর একটি মোবাইল কিনি। সেই মোবাইলে একটি সুবিধা ছিলো যে, সেখানে বাংলা ফ্রন্ট দিয়ে এসএমএস পাঠানো যেতো। আমি, আমার ক্লাসমেট রাফসান ও ক্লাসমেট মাসুদ এই তিনজন বাংলা অক্ষরে এসএমএস করতাম। এই মোবাইলের বাংলা অক্ষরে এসএমএস পাঠানোর জন্যই আমাদের তিনজনের মধ্যে ভাব জমে ওঠেছে। সে সময় আমাদের দেশে ফেসবুক ‍দূরে থাক, ইন্টারনেট যে কি, সেটাই জানতো না। তখন আমাদের ক্লাসের মধ্যে অনেকে মনে করতো ই-মেইল পাঠানো কেই ইন্টারনেট বলে। আমি ২০০৭ সালের কথা বলছি।

২০১১ সালে আমি নকিয়া ৫১৩০ মোবাইল ক্রয় করি। সেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যেতো। আমি ফেসবুক একাউন্ট এই মোবাইল দিয়ে চালাতাম। ফেসবুকে বাংলা অক্ষর দিয়ে যে কোন কিছু পোস্ট করতাম্। কাউকে ম্যাসেজ দিলে বাংলা অক্ষরে দিতাম। যে বাংলা ভাষা ইংরেজি অক্ষরে রিপ্লাই দিতো, তার সাথে তেমন চ্যাটিং করতাম না।

এখন সবার হাতে এন্ডায়েট ফোন। বাংলা কী বোর্ড প্লে স্টোরে সহজলভ্য। এখন প্রায় অনেকে সোস্যাল মিডিয়াতে বাংলা অক্ষরে মনের ভাব প্রকাশ করে। যা আমার কাছে ভালো লাগে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:


মাসুদ ও রাফসান এখন কি করছে?

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: নোকিয়া মোবাইলের কথা বলায়, আমার আবার একটা স্মৃতি মনে পড়ে গেলো...
২০০০ কি ২০০১ সালের কথা। বাবা ১০ হাজার টাকা দিয়ে নোকিয়া ১১০০ মডেলের ফোনটা কিনেছিলেন। ওই প্রথম ফোন আমাদের বাসায় ফোন কেনা। তাই আমার আর আমার ছোট বোনেরও আনন্দের সীমা ছিলো অসীম...
দিনরাত সাপ খেলতাম। আপনার এই লেখা পড়ে, সেই স্মৃতি মনে পড়ে গেলো...

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি আমার নোকিয়া x2 05 সেটে প্রায় ৫০-৬০টার গল্পও লিখেছিলাম। কত ধৈর্য ছিলো৷

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

এম ডি মুসা বলেছেন: আমি ২০১১ সালে নোকিয়া দিয়ে ফেসবুক খুলে চালাইছি এবং তখন গুগল এত ভালো ছিল না,

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯

বিজন রয় বলেছেন: বাংলা নিয়ে বেশি বেশি চর্চা করা উচিৎ।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.