নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ইউনিয়ন পরিষদ এর আয়ের উৎস।

১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯



ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের সর্বনিম্ম স্তর। ইউনিয়ন পরিষদের কাজ হচ্ছে গ্রামের শ্রি বৃদ্ধি করা। গ্রাম পুলিশ দিয়ে গ্রাম পাহাড়া দেয়া। দুই পক্ষের বিবাদ লাগলে সেটা মিটানো। গ্রাম্য শালিশ বলতে যা বুঝায়। সেই শালিশের রায় পছন্দ না হলে জেলা কোর্টে আপিল করতে পারেন। নাগরিক সনদ দেয়া। জাতিয়তা সনগ, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, বিধবা সনদ, এতিম সনদ, ভূমিহীন স্থায়ী বাসিন্দ সনদ সহ আরো অনেক প্রকার নাগরিক সনদ আমাদের দিয়ে থাকে।

গ্রাম পুলিশ কে রাতে বেলা গ্রামে ট্রহল দিতে দেখি নাই। উনি শুধু রাতে ইউনিয়ন পরিষদ পাহাড়া দেন। দিনে বেলায় চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদ সচিব কে চা নাস্তা বানিয়ে দেয়। এ ছাড়া তেমন কাজ দেখি না।

এখন ইউনিয়নর পরিষদ এর আয় কোথা থেকে আসে?
০১। ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ থেকে বাজেট চাইতে পারেন।
০২। হোল্ডিং ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের আয় হয়। আমাদের ঘর বাড়ির ধরন অনুযায়ী এই কর ধার্য করা হয়।
০৩। ব্যাবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদ এর আয় হয়।
০৪। ইউনিয়ন পরিষদের সীমানার মধ্যে খেয়া ঘাট, বাজার, বালুমহল ইত্যাদি ইজারা দিয়ে ইউনিয়ন পরিষদের আয় হয়।
০৫। চাইলে ইউনিয়ন পরিষদ কে আর্থিক অনুদান দেয়া যায়। তবে এমন আর্থিক অনুদান কাউকে দিতে দেখি নি।

আমাদের ভবেরচর ইউনিয়নে এখন পৌরসভার মত করে নগরায়ন হয়ে যাচ্ছে। প্রায় ৬০% লোকের মনিমাম ২ বা ততোধিক তলার বিল্ডিং আছে। ২ তালা বাড়ি আছে এমন বড়লোক আরেক আছে। আমাদের ইউনিয়ন এর সীমানার ভিতরেই বসুন্ধরা পেপার মিল, জেএমআই এর ফ্যাক্টরি, পলি ক্যাবল এর ফ্যাক্টরি আছে। অনন্ত ফ্যাক্টরি ওয়ালারাই ঠিক মত হোল্ডিং ট্যাক্স দিতো তাহলে আমাদের মুন্সীগঞ্জ এর মধ্যে ধনী ইউনিয়ন পরিষদ হতো। আর বাড়ির মালিকদের উচিত ঠিক মত হোল্ডিং ট্যাক্স দেয়া। আর ভূমি উন্নয়ন কর যেটা সেটা কেন্দ্রীয় সরকার পায়। ভূমি উন্নয়ন কর/ জমির খাজনার সাথে ইউনিয়ন পরিষদ/স্থানীয় সরকারের কোন সম্পর্ক নাই। ভূমি উন্নয়ন কর সরাসরি ট্রেজারি চালানের মাধ্যমে মহা হিসাব নিয়ন্ত্রক এই অফিসে জমা হয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩১

এম ডি মুসা বলেছেন: কেউ মন্তব্য করেনি কেন?

২| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩

এম ডি মুসা বলেছেন: ইউরোপীয় ইউনিয়ন আর আমাদের ইউনিয়ন? যদি আমাদের ইউনিয়ন গুলো ইউরোপীয় ইউনিয়নের মত হতো,

৩| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: জানলাম।

৪| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের এলাকায় যখন ইউনিয়ন পরিষদ ছিল তখন বছরে একবার চৌকিদার ট্র্যাকস নিতে আসতো।
এলাকার মানুষ বলতো চৌকিদারি ট্যাকশো।
এই চৌকিদাররা মাঝে মাঝে টেকসো না পেয়ে বাড়ির পিতলের বদনা থালা-বাসন ইত্যাদি নিয়ে চলে যেত।

বড়ই আচানক ঘটনা।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.