নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কোটা আন্দোলন তো সফল হলো। মেধাবীরা রাষ্ট্রযন্ত্র চালাতে পারবে তো?

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫



সরকারি যে অফিসে যাই না কেন, সহজে সেবা পাওয়া যায় না। অনেকদিন আগে আমি শ্বাসকষ্ট নিয়ে সরকারি মেডিকেলে যাই। আমার অবস্থা এতটাই খারাপ ছিলো যে আমার ভর্তি হবার দরকার ছিলো। জরুরী বিভাগে গেলাম। তারা বললো আগে আউটডোর ডাক্তার এর কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসেন। তারপর ৫ টাকা দিয়ে টিকেট কেটে দেখি, ঐ ডাক্তারের এখানে রোগীর বড় সিরিয়াল। রোগীরা লাইন ধরে দাড়িয়ে আছে। আমার লাইনে দাড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিলো। আমার খারাপ অবস্থা থেকে আমার আগে দাড়িয়ে থাকা রোগীদের মায়া হলো। এবং আমাকে আগে যেতে দেয়। এই কাজ কমপ্লিট করতে আমার আধা ঘন্টা সময় লাগে। অতছ জরুরী বিভাগে বসে থাকা স্টাফই পারতেন ৫ মিনিটে এই কাজ কমপ্লিট করতে। এবং ইমারজেন্সি রুমে একজন এমবিবিএস ডাক্তার বসে থাকা কথা ছিলো। হয়তো মিটিং এ ছিলো বা অন্য কোন কাজে ছিলো। তাই তখন ইমারজেন্সি রুমে কোন ডাক্তার ছিলো না। এই যে কোন রোগী খুব ইমারজেন্সি, তাকে ভর্তি করতে হবে এবং কোন রোগী কে সাধারন সেবা করতে হবে এটা সরকারি হাসপাতালে দেখি নাই। কিন্তু প্রাইভেট হাসপাতালে এই পরিস্থিতি তে পড়তে হয় নি। বেসরকারি হাসপাতালে রোগীদের বসার সুন্দর স্থান আছে। ইমারজেন্সি রুমে ডাক্তার আছে। এখন মেধাবীরা চাকরি পেলে কি সরকারি হাসপাতাল এর বেহাল দশা ঠিক করত পারবে?

বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় রাস্তায় বিরাট বড় বড় গর্ত। রাস্তা সংস্কারের কয়েক দিন পরেই রাস্তা ভেঙ্গে যায়। মেধাবী ইজ্ঞিনিয়ার দ্বারা সেই রাস্তা সংস্কার করলে কি সেই রাস্তা ১০০ বছর টিকবে?

মেধাবীরা রেলে চাকরি পেলে সিডিউল বিপযর্য় রোধ, ট্রেনের টিকেটের কালোবাজারি রোধ, লোকসান দূর হয়ে লাভের আশা করা যায় কি?

মেধাবী রাস্তায় ট্রফিক পুলিশ হিসেবে কাজ করলে রাস্তায় জ্যাম দূর হবে কি? মাদক, খুন, চাদাবাজ এগুলো বন্ধ হবে কি?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:




আপনি কোন কোটায় পড়েন?

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

নাহল তরকারি বলেছেন: মুক্তিযোদ্ধা নাতির কোটা ছিলো। এখন নাই।

২| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

নতুন বলেছেন: দেশের নেতারা টাকার ধান্দায় সমস্যা গুলি তৌরি করে।

প্রতিটা মেডিক্যাল কলেজ/ হাসপাতালে স্থানীয়রা ক্লিনিক/ফারমেসি/ঠিকাদারীর জন্য সব কিছু নিয়ন্ত্রনে রাখে।

বাইরের থেকে আসা ডাক্তারদের কথা স্থানীয় স্টাফরা শোনেনা।

জীবনের মায়া সবারই আছে, অনেকেই ঝামেলা এড়াতে চুপচাপ শুধু কাজ করে যায়।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

শাওন আহমাদ বলেছেন: দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। সকল সেক্টরেই এর ছয়লাভ। শুধু মেধাবী হলেই দেশ দুর্নীতি থেকে রেহাই পাবে না। সাথে নীতিবানও হতে হবে।

২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৪| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৭

রানার ব্লগ বলেছেন: দিন শেষে আমাদের কপাল সেই পোড়াই থাকবে। সবাই ৪০০ কোটির মালিক হতে চায়। সেবা টেবা সব স্ট্যান্ডআপ কমেডি।

৩০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৪

জ্যাক স্মিথ বলেছেন: মেধাবীরা আরও অধুনিক স্ট্যাইলে দূর্ণীতি করবে।

৩০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৮

নাহল তরকারি বলেছেন: হলেও হতে পারে।

৬| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৩:১৩

আলামিন১০৪ বলেছেন: সরকারি হাসপাতালে ডাক্তার, নার্সরা অনেক দক্ষ, কিন্তু সমস্যা একটাই- সক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী । আমি টারশিয়ারী পর্যায়ের হাসপাতালের কথা বলছি যেমন ঢাকা মেডিকেল। আমার পিতা-মাতা উভয়েেই মৃত্যূ হয়েছে বেসরকারি বড় হাসপাতালে ভুল চিকিৎসায়, কারণ সেখানে বেশিরভাগ ডাক্তার-নার্স যোগ্যতাবিহীন।

৩০ শে জুলাই, ২০২৪ সকাল ৯:২৯

নাহল তরকারি বলেছেন: বেসরকারি হাসপাতালের মান এত খারাপ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.