নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আজ বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪, ২৪ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২ সফর ১৪৪৬ হিঃ।
এই খবরটি আজকের “দৈনিক যুগান্তর” পত্রিকা থেকে প্রকাশিত হইয়াছে। খবর এর মূল কথা হচ্ছে অধিকাংশ থানায় পুলিশ নাই। যার কারনে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। নিজেদের নিরাপত্তার সার্থে তা এখন আত্নগোপনে। আর মাঠ
সূত্র: দৈনিক যুগান্তর, ০৭-০৮-২০২৪।
এখন থানায় পুলিশ নাই। তারা কর্মবিরতি করছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। কেউ ডাকাতি করছে। কেউ চুরি করছে। কেউ বা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। এক ভিডিও তে দেখলাম এক হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে। সেই হিন্দু সাধারন, রাজনীতির সাথে তার কোন লিংক নাই। সেই হিন্দুর বাসায় কেন হামলা হচ্ছে সেটা আমার বোধগোম্য না।
আইনশৃঙ্খলার এমন অবনতি হতে পারে, এমনটি আশঙ্কা করেছিলাম। রাস্তায় যান চলাচল ঠিক রাখার জন্য ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করছে। যা প্রশংসনীয়।
আমার আরেকটি মনের ভিতর শঙ্কা ছিলো যে অধিকাংশ সরকারি কর্মকর্তা আত্নগোপনে যাবেন। সচিবালয় থেকে অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী অফিসে আসছেন না। মাঠ পযার্য়ে প্রশাসন হয়তো একই অবস্থা। খবরে প্রকাশ হয়নি তাই আমাদের নজরে পড়ে নি। প্রশাসনের এমন স্থবিরতা হবে এটা আমি অনুমান করেছিলাম।
সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ০৭-০৮-২০২৪
দেশের অর্থনীতি এমনেতেই করুন অবস্থা। গরিবরা সঞ্চয় করতে পারছে না। এখন কোন মতে টিকে থাকার প্রতিযোগিতা চলছে। রির্জাবে নাকি ডলার নাই। পাবলিকের হাতে টাকা নাই। কারোরই ব্যাবসা ভালো হচ্ছে না। তার মধ্যে আমরা যদি আমাদের ভাইদের বাসা, ব্যাবসা প্রতিষ্ঠন ভেঙ্গে দেওয়াটা মূর্খতার পরিচয়। এই দুর্বল অর্থনীতি দিয়ে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ কে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া কষ্টকর হবে।
ছবির সূত্র: দৈনিক যুগান্তর ০৮-০৮-২০২৪
২| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬
কামাল১৮ বলেছেন: তারেক মনোয়ারের ওয়াজ শুনুন।ইউনুস সম্পর্কে কি বলছে।আহাজারি আসলে আরো মজার ওয়াজ শুনতে পরবেন।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২০
জ্যাক স্মিথ বলেছেন: আক্ষরিক অর্থেই রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ধ্বসে পড়েছে, দেশে এখন গৃহযুদ্ধ চলছে। যে যাকে পড়ছে খুন করছে, লুটতরাজ, ছিনতাই, ডাকাতি, চুরি-চামারির মহা উৎসব চলছে।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বিসমিল্লাহ বলে স্বাধীনতা, এর পরের মিনিটেই বগল তলে দুই মুরগী নিয়ে লুটপাট শুরু।
খুন খারাপি লুটতরাজ, ছিনতাই, ডাকাতি, চুরি-চামারির মহা উৎসব চলছে।
বার বার বলার পরও সেনাবাহিনী আসে না, কার্ফিউ দেয় না।
অতচ বিসমিল্লাহ শেষ হওয়ার পরই কারফিউ দেয়ার কথা, কিন্তু বার বার বিপদের কথা বলার পর শুধু দায়সারা কটা ফোন নং দিল।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: সব গুজব আওয়ামী সন্ত্রাসী দের কাজ।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২
দি এমপেরর বলেছেন: আশা করি খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। পুলিশবাহিনীর আজ কাজে যোগ দেওয়ার কথা। ডাকাতি-লুটপাট কমে এসেছে। এলাকাবাসী সচেতন থাকলে ডাকাত-লুটেরার দল সুযোগ পাবে না। আর যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮
অগ্নিবেশ বলেছেন: এসব র করাচ্ছে। উত্তর পাইছেন? এইবার ভারতরে দুইটা গালি দিয়ে শান্তিতে ঘুমান।