নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
খবরটি প্রকাশিত হয়েছে: ১৩ আগষ্ট ২০২৪ ইং তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায়
আমার সোনালী ব্যাংকের একাউন্ট আছে। লেনদেন যদিও সীমিত। চেকের লেনদেন থেকে এটিএম কার্ডে লেনদেন হয় বেশী। মনে করেন রকমারি থেকে বই অর্ডার করলাম। বা daraz থেকে পন্য অর্ডার করলাম, অথবা ট্রেনের টিকেট কাটলাম। সে ক্ষেত্রে আমি সোনালী ব্যাংকের এটিএম কার্ড থেকে মূল্য পরিশোধ করি। সোনালী ব্যাংকের শাখা বেশী। হাত বাড়ালেই সোনালী ব্যাংকের শাখা পাওয়া যায়। তাই এই ব্যাংকে একাউন্ট খুলছিলাম। আমার নানা সোনালী ব্যাংকে চাকরি করতেন। সর্বশেষ তার পোস্টিং ছিলো সোনালী ব্যাংক, ভবেরচর শাখা, মুন্সীগঞ্জ। তিনি অবসরে যেতে পারেন নি। অবসরে যাবার আগে তিনি ডিসেম্বর ২০১০ সালে তিনি মারা যান। তাই সোনালী ব্যাংক এর প্রতি আমার একটি বিশেষ দরদ আছে। ব্যাংকিং সেক্টরে সোনালী ব্যাংক, আমার জন্য একটি আবেগের নাম। আমি চাইনা এই ব্যাংক তারল্য সংকটে পড়ুক।
ব্যাবসায়ীরা ব্যাংক থেকে লোন নেয়। এই লোন ব্যাংক ফ্রি ফ্রি দেয় না। লোন নেওযার সময় বাড়ি, জমি ও মূল্যবান জিনিস বন্ধক নেয়। যাবে ঋনগ্রহীতা ঋন দিতে না পারলে উক্ত মূল্যবান বস্তু বিক্রি করে ঋন পরিশোধ করবে।
দুর্বল ব্যাংকে কিভাবে তারল্য সংকট কিভাবে দূর করবেন তা জানি না। তবে সোনালী ব্যাংকে উচিৎ ঋন খেলাপীদের বন্ধক কৃত মূল্যবান বস্তু/সম্পদ বিক্রি করে ফেলা। না হয় ঋনের টাকা গুলো নিয়ে নেওয়া। এবং নতুন কাউকে ঋন দেওয়া।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৪
করুণাধারা বলেছেন: শুনেছি ব্যাংকিং খাতের অবস্থা ভালো না। আশা করি এ থেকে উত্তরণ ঘটবে।
১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬
নাহল তরকারি বলেছেন: আশা করি ব্যাংকিং সেক্টর সুস্থ হয়ে যাবে।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৮
কামাল১৮ বলেছেন: ব্যাংকগুলি সুদ খায় ।এদের বন্ধ করে দেয়া দরকার।হুজুরদের কাছে টাকা জমা রাখুন নিরাপদে থাকবে।সাথে সোয়াব পাবেন।
১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮
নাহল তরকারি বলেছেন: ব্যাংক সুদ খায়। সুদ খাওয়া অবৈধ। হুজুরদের কাছে টাকা রাখা নিরাপদ। কিন্তু হুজুর কি আমাকে এটিএম কার্ড এর সেবা দিতে পারবে? ইন্টারনেট ব্যাংকিং সেবা দিতে পারবে? ব্যাংকের মাধ্যমে ঢাকা থেকে তাৎক্ষণিক কক্সবাজারের কোন ব্যাক্তিকে টাকা পাঠাতে পারবেন। হুজুর কি এই সেবা দিতে পারবে?
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০
ডার্ক ম্যান বলেছেন: যাকে গভর্নর বানানোর কথা শোনা যাচ্ছে, উনার জন্য নাকি আইন সংশোধন করতে হবে। উনার বয়স নাকি বেশি।
এই লুটপাটে অনেক ব্যাংকার জড়িত তাদেরও শাস্তি হতে হবে।